বিগত কয়েক বছর ধরেই একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হতে দেখছে বাংলা। শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে শুরু হয়ে এখন তা এসে ঠেকেছে রেশনে। এরই মধ্যে রাজ্যে টাকার পাহাড় উদ্ধার হয়েছে বেশ কয়েকবার। তাই নগদ টাকা উদ্ধার হলে এখন আর সেভাবে অবাক হয় না বাঙালি। তবে কৌতূহল হয়। এই আবহে জানা গিয়েছে, গতরাতে বর্ধমানে একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ৩৫ লাখ টাকা। সেই গাড়িতে ৫ জন আরোহী ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, সেই আরোহীরা বেশ কয়েকটি চালকলের সঙ্গে যুক্ত। রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ দামোদর এলাকায় বেশ কয়েকটি রাইসমিলের মালিক সেই গাড়িতে ছিল। তবে যে গাড়িতে করে তারা যাচ্ছিল, সেটা কার নামে রেজিস্টার করা, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। (আরও পড়ুন: ইডেনের টিকিট কালোবাজারি কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার CAB সদস্য! উদ্ধার বহু টিকিট)