তখনই ঘটে মারাত্মক বিস্ফোরণ। এই ঘটনার জেরে গুরুতর আহত হন তাঁরা। বিস্ফোরণের শব্দ পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। মা ও ছেলেকে উদ্ধার করে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয়েছে তমলুক জেলা হাসপাতালে। এই ঘটনার পরই রাজনৈতিক তরজা শুরু হয়। তৃণমূল বিজেপিকে কাঠগড়ায় তুলেছে।
পাতা কুড়ানোর সময়ই বোমা বিস্ফোরণ হয়।
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আবার বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। আর এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। গ্রামের বাঁশ বাগানে পাতা কুড়াতে গিয়েছিল মা ও তাঁর পুত্রসন্তান। পাতা কুড়ানোর সময়ই বোমা বিস্ফোরণ হয়। আর তার জেরে আহত হলেন মা ও পুত্রসন্তান। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা এলাকার ইটাবেড়িয়া গ্রামে এটাই এখন আলোড়ন ফেলে দিয়েছে। আহত মহিলার নাম শাহানা বিবি। তাঁর ৬ বছরের সন্তানও জখম হয়েছে।
ঠিক কী ঘটেছে ভগবানপুরে? স্থানীয় সূত্রে খবর, আজ সোমবার বাঁশ বাগানে বাঁশপাতা কুড়াতে গিয়েছিল ভগবানপুর বিধানসভা এলাকার ইটাবেড়িয়া গ্রামের বাসিন্দা শাহানা বিবি ও তাঁর ৬ বছরের সন্তান। পাতা কুড়ানোর সময় পাতার মধ্যে কিছু একটা দেখতে পেয়ে সেটা হাতে তুলে নিলে মা সেটি ফেলে দিতে বলে। তখন মায়ের দিকে অজানা জিনিসটি ছুঁড়ে দেয় ছেলে। তখনই ঘটে মারাত্মক বিস্ফোরণ। এই ঘটনার জেরে গুরুতর আহত হন তাঁরা। বিস্ফোরণের শব্দ পেযে ছুটে আসেন প্রতিবেশীরা। আহত মা ও ছেলেকে উদ্ধার করে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয়েছে তমলুক জেলা হাসপাতালে।
কী বলছে তৃণমূল কংগ্রেস–বিজেপি? এই ঘটনার পরই রাজনৈতিক তরজা শুরু হয়। তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলেছে। কারণ এখানে বিজেপির আধিপত্য বেশি। তাই ভগবানপুর–২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বিকেশ মান্না বলেন, ‘এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি। সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করছে বিজেপি।’ তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ অস্বীকার করে বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, ‘এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা রাজ্যজুড়ে বিস্ফোরণের পর বিস্ফোরণ হচ্ছে।’