মাধ্যমিক পরীক্ষার পরদিন সকালে বাড়ির পাশেই উদ্ধার হল এক সফল পরীক্ষার্থীর দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার খড়দা থানা এলাকার পাতুলিয়ায়। নিহত কিশোরের নাম সাগর চৌধুরী। শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল সে। পরিবারের দাবি, কেউ খুন করেছ কিশোরকে।শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ হয়। পরিবারের দাবি, ভালোই ফল করেছে সাগর। সারাদিন এদিন ওদিকে ঘোরাঘুরি করে সে। রাতে এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বেরোয়। কিন্তু রাত বাড়লেও বাড়ি ফেরেনি সাগর। সকালে পরিবারের সদস্যরা দেখেন বাড়ির পাশে আমগাছের নীচে পড়ে রয়েছে সাগরের দেহ। তার কোমর থেকে নীচের অংশের প্রায় সমস্ত হাড় ভাঙা। খড়দা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিএন বসু হাসপাতালে পাঠায়।পরিবারের দাবি, ফোন করে ডেকে পিটিয়ে খুন করা হয়েছে কিশোরকে। ঘটনার তদন্তে নেমে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে এই রহস্যমৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে খুনের পাশাপাশি গাছ থেকে পড়ে ওই কিশোরের মৃত্যুর সম্ভাবনাও খতিয়ে দেখছেন তাঁরা।