খড়্গপুরের সাংসদ বাংলোতে দাঁড়িয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন দিলীপ ঘোষ। রামনবমীতে যে ঘটনা ঘটেছে সেটা নিজেই চাইছিলেন মুখ্যমন্ত্রী বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধরনায় বসেছিলেন। মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন দিলীপ।
বিজেপি সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।
রামনবমীর দিনে হাওড়ায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল। আর এই উত্তেজনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। আজ, শুক্রবার নিজের বাংলোতে বসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ হাওড়ার ঘটনা এবং পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল নিয়ে সরব হন। তবে এদিন তিনি বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ? আজ সকালে খড়্গপুরের সাংসদ বাংলোতে দাঁড়িয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন দিলীপ ঘোষ। রামনবমীতে যে ঘটনা ঘটেছে সেটা নিজেই চাইছিলেন মুখ্যমন্ত্রী বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বাংলায় সাম্প্রতিক উত্তেজনা হোক। তাতে ওঁর রাজনৈতিক সুবিধা হবে। ওঁর দলের মুসলিম ভোট কমে যাচ্ছে। মুসলিম সমাজ সরে যাচ্ছে। আর তাই সংখ্যালঘুদের কাছে টানতেই নানা সময় উস্কানিমূলক মন্তব্য করছেন তিনি।’
আর মুখ্যমন্ত্রীর ধরনা নিয়ে কী বলছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধরনায় বসেছিলেন। এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ আক্রমণ করেছেন। ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘বিজেপিকে আমি কেয়ার করি না।’ এই নিয়ে আজ দিলীপ ঘোষের জবাব, ‘বিজেপিকে কেয়ার করার দরকার নেই। সাধারণ মানুষের খেয়াল করুন। যারা আপনার সরকার চালাচ্ছে, সরকারি কর্মচারী, আন্দোলনকারীদের খেয়াল রাখুন। দিল্লি যাওয়ার সাহস নেই। কলকাতা অচল করারও ক্ষমতা নেই। কলকাতা অচল করে দিচ্ছে সাধারণ মানুষ। ওঁর দলের নেতারা যেখানেই যাচ্ছেন চোর চোর স্লোগান শুনছেন। চারিদিকে জয় শ্রীরাম হচ্ছে। আর তাই দিল্লি যাওয়ারও মুখ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের।’