জলপাইগুড়িতে হড়পা বানের পরই সরকারের দিকে আঙুল তুললেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। তাঁর বক্তব্য, এই বিষয়টি সরকারের সামনে আগেও উত্থাপন করেছিলেন তাঁরা। বিজেপি বিধায়ক দাবি করলেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে যখনই নদীতে জল স্তর বৃদ্ধি হয় তখনই স্থানীয় জনগণকে সতর্ক করার জন্য একটি ব্যবস্থা চালু করা উচিত সরকারের।’ তিনি বলেন, ‘আমরা আগেও এই সমস্যাটি উত্থাপন করেছি। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গ এবং ভুটানে ভারী বৃষ্টিপাত হওয়ায় সরকারের এই বিষয়টি আঁচ করা উচিত ছিল।’
এদিকে এই ঘটনা প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘মালবাজারে হঠাৎ করেই হড়পা বান আসে। এর জেরে নদীর পাশে থাকা ভক্তরা পালানোর সময় পাননি। এই অঞ্চলের হড়পা বানের এটিই বৈশিষ্ট্য। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলব এবং এলাকা পরিদর্শন করব। সমস্ত বিভাগকে সতর্ক করা হয়েছে।’
এদিকে ঘটনার পর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে হড়পা বানের ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘দুর্গাপুজোয় প্রতিমা বিসর্জনে জলপাইগুড়িপর মাল নদীতে হড়পা বান আসে। তাতে বহু মানুষ ভেসে গিয়েছেন। এখনও পর্যন্ত কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি জলপাইগুড়ির জেলাশাসক এবং রাজ্যের মুখ্যসচিবকে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব বিপন্নদের উদ্ধারের জন্য ব্যবস্থা নিন।’ এদিকে টুইট করে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘দুর্গাপুজোর উৎসবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির দুর্ঘটনায় আমি শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনেদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল।’