1 মিনিটে পড়ুন Updated: 23 Feb 2024, 02:11 PM ISTChiranjib Paul
গত বছর পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ে খুন হন রাজু নস্কর। বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। নওশাদ সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা দায়ের করেন ভাঙড়-২ ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর।
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী
ভাঙড়ে তৃণমূল কর্মী রাজু নস্কর খুনের মামলায় আগাম জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ তাঁকে আগাম জামিন দিয়েছে।
গত বছর পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ে খুন হন রাজু নস্কর। বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। নওশাদ সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা দায়ের করেন ভাঙড়-২ ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর।
আদালত বলে, নওশাদ সিদ্দিকীকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। তাতে তিনি সাড়া দিয়েছেন। তাই ডিভিশন বেঞ্চের বক্তব্য, তাঁর বিরুদ্ধে আপাতত কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না। তিনি নির্বাচনের প্রচার সংক্রান্ত কাজে অংশ নিতে পারবেন ।
ঋত্বিক ও তাঁর শ্বশুর রাজু নস্কর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা করানোর জন্য হাটগাছার কয়েকজন গ্রামবাসীকে নিয়ে ভাঙড়-২ ব্লকের দিকে যাচ্ছিলেন। ঋত্বিকের অভিযোগ, নওশাদ বাহিনীর হামলার মুখে পড়েন তাঁরা। তিনি পালিয়ে যেতে পারলেও তাঁর শ্বশুরকে পিটিয়ে মারা হয়। এই ঘটনায় নওশাদকে মূল অভিযুক্ত করে এফআইআর দায়ের করেন ঋত্বিক।
এই অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দেওয়া হয়। মাঝে তাঁকে ভবানী ভবনে তলব করে তাঁকে জিজ্ঞাসাবাদও করে সিআইডি। নওশাদের আইনজীবী ফিরদৌস শামিম কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেন। শুক্রবার সেই আবেদন মঞ্জুর হয়েছে।