ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের তালিকায় রয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিং এবং সৌরভ সিং। জগদ্দলের প্রাক্তন বিধায়ক পরশ দত্ত, আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী ছাড়াও এই তালিকায় রয়েছেন একাধিক নেতা–নেত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর প্রশাসনিক কর্তারা।
ব্যারাকপুর কমিশনারেট।
এবার বড় পদক্ষেপ করল ব্যারাকপুর কমিশনারেট। সরাসরি ৪১ জন তৃণমূল কংগ্রেস নেতা–নেত্রীর নিরাপত্তা তুলে নিল ব্যারাকপুর কমিশনারেট। আর এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। কারণ প্রাক্তন বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর–সহ ৪১ জন তৃণমূল নেতা–নেত্রীর নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ করল ব্যারাকপুর কমিশনারেট। কারও নিরাপত্তা পুরোপুরি তুলে নেওয়া হল। কারও ক্ষেত্রে কমানো হল নিরাপত্তারক্ষীর সংখ্যা। এই নিয়ে এখন চর্চা তুঙ্গে।
এই ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের তালিকায় রয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিং এবং সৌরভ সিং। জগদ্দলের প্রাক্তন বিধায়ক পরশ দত্ত, আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী ছাড়াও এই তালিকায় রয়েছেন একাধিক নেতা–নেত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতিরিক্ত ব্যয় কমাতে তৎপর প্রশাসনিক কর্তারা। এবার গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জেলায় জেলায় জনপ্রতিনিধিদের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীর ক্ষেত্রেও শুরু হল প্রত্যাহার করার কাজ। ব্যারাকপুর কমিশনারেট এলাকা দিয়েই শুরু হল সেই কাজ।