অনেক আশা নিয়ে শুরু হয়েছিল হস্তশিল্প মেলা। কিন্তু আগুনের লেলিহান শিখায় সব আশা আজ নিরাশায় পরিণত হয়েছে। কারণ আসানসোলে হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন লাগে। আজ, বুধবার ঘড়িতে দুপুর দেড়টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর। আসানসোলের পোলো গ্রাউন্ডে চলা ওই মেলা এই আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। বিপুল বিনিয়োগ সব আগুনে ভস্মীভূত। দু’টো টাকা রোজগারের আশায় এখন গরিব মানুষরা কপাল চাপড়াচ্ছেন। একের পর এক দোকান মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
আসানসোলে হস্তশিল্প মেলায় আগুন লাগায় বড় ক্ষতি হয়ে গেল বলে মনে করা হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে আগুন জ্বলতে থাকায় সব ভস্মীভূত হয়ে গিয়েছে। বেশ কিছু মূল্যবান সামগ্রী আগুনের গ্রাসে চলে আসে বলে অভিযোগ। ব্যবসায়ীদের একাংশ জানান, আগুনে আপাতত ৬টি দোকান পুড়ে ছারখার হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে দোকানদাররা জানিয়েছেন, মেলায় থাকা খাবারের দোকান থেকে আগুন লেগে যায়। সেটাই এত ভয়াবহ আকার নেয় যে সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ‘হোয়ার ইজ মাই বাস’, রাজ্য পরিবহণ দফতর নিয়ে আসছে অ্যাপ, মিলবে সব বাসের তথ্য
হস্তশিল্প মেলার অফিসে যোগাযোগ করা হলেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ উঠেছে। হস্তশিল্প মেলায় আগত দোকানদাররা নিজেরাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ওই ঘটনার বেশ কিছুক্ষণ বাদে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেওয়ার কাজ করে। ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন ব্যবসায়ীরা। কিছু পরেই দমকল বাহিনী এসে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। হস্তশিল্প মেলায় দমকলের কোনও ব্যবস্থা ছিল না বলে অভিযোগ ব্যবসায়ীদের। বিপুল অঙ্কের জিনিস পুড়ে ছারখার হয়ে গিয়েছে।