এবার আদিবাসী নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে তুমুল আলোড়ন ছড়িয়ে পড়েছে শিল্পাঞ্চলে। অভিযুক্তদের একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। ওই আদিবাসী নাবালিকা তাঁর পরিবারকে সবকিছু জানিয়ে দিতেই পুলিশে অভিযোগ দায়ের হয়। আর তার প্রেক্ষিতেই এই গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবকের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আসানসোল উত্তর থানা এলাকায় এই যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। এক আদিবাসী মেয়েকে অভিযুক্ত ওই দুই যুবক ধাওয়া করে প্রথমে। আর তাতেই তাড়াহুড়ো করে যেতে গিয়ে আদিবাসী নাবালিকা মেয়েটি পড়ে যায়। তখন তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। ওই দুই যুবক মেয়েটির সমস্ত পোশাক খুলে নেয় বলেও অভিযোগ। এই ঘটনার পরই ওই দু’জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে আসানসোল উত্তর থানায়। আর সেসব অভিযোগের ভিত্তিতে জগন্নাথ রুইদাসকে গ্রেফতার করেছে আসানসোল থানার পুলিশ।
আরও পড়ুন: অভিষেকের মেগা বৈঠকের আগে একমঞ্চে সুজিত–সব্যসাচী, কোন দাওয়াই দেওয়া হবে?
এই জগন্নাথ রুইদাসের ঘনিষ্ঠ বন্ধু বাপি রায়। এই দু’জন মিলেই ওই আদিবাসী মেয়েকে যৌন হেনস্থা করেছে বলে অভিযোগ। আর তাই অভিযুক্ত বাপি রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনা নিয়ে আজ শনিবার জোর চর্চা শুরু হয়েছে। আসানসোল পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস এই বিষয়ে জানিয়েছেন, এই পাশবিক ঘটনা জানাজানি হলে আদিবাসীদের মধ্যে ব্য়াপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। ইতিমধ্যেই জগন্নাথ রুইদাসকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাকে হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এখন দেখার জল কতদূর গড়ায়।