তৃণমূলের অনুষ্ঠানে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বেজায় ক্ষুব্ধ হলেন দলের সাংসদ অরূপ চক্রবর্তী। সভা মঞ্চ থেকেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সাংসদ। নাম না করে তীব্র নিশানা করলেন বাঁকুড়ার তালডাংরা থানার এক পুলিশ অফিসারকে তীব্র আক্রমণ করেন। শুধু তাই নয় পুলিশকে আরও নিশানা করে টাকার লোভে শাসকদলের নেতাদের পিছনে ঘুরে বেড়ানোর অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: পুকুর ভরাট রুখলেন গ্রামবাসীরা, কাঠগড়ায় TMC নেতা, ‘পুকুর চুরি’ তোপ BJP-র
জানা গিয়েছে, বিধানসভা ভিত্তিক ভোটার লিস্ট সংশোধনী শিবিরের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে যেতে গিয়ে সমস্যায় পড়তে হয় অরূপ চক্রবর্তীকে। পুলিশ তাঁকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেনি বলে অভিযোগ। এরপর মঞ্চে দাঁড়িয়ে পুলিশকে একের পর এক নিশানা করেন অরূপ চক্রবর্তী। তিনি বলেন, তালডাংরা থানার এক অফিসার এতটাই দাম্ভিক যে তিনি এলাকায় আসার পরেও তাঁকে পৌঁছে দিতে তিনি লজ্জা বোধ করছেন। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে অরূপের পরামর্শ, এদের সঙ্গে বন্ধুত্ব রাখলে দলের সমর্থকদের কষ্ট হবে। তিনি বলেন, শুধু টাকার জন্য এসব পুলিশ অফিসাররা দলের নেতাদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়।
এই অবস্থায় পুলিশের উপর ভরসা না রেখে স্থানীয় নেতৃত্বের উপরে ভরসা রাখার পরামর্শ দেন অরূপ চক্রবর্তী।পরে সভা শেষে পুলিশের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তৃণমূল সাংসদকে। তিনি বলেন, এই সমস্ত পুলিশের কোনও দায়িত্ব নেই। কোথায় মিটিং হচ্ছে একজন জনপ্রতিনিধিকে তা দেখিয়ে দেওয়ার লোক নেই। তিনি মনে করিয়ে দিয়েছেন, এটা হল জঙ্গলমহল। তাই পুলিশের নিরাপত্তার বিষয়টা মনে রাখা উচিত। তাঁর আরও কটাক্ষ, বিজেপি নেতা হলে পুলিশ দৌড়ে বেড়ায়।
যদিও এ বিষয়ে পুলিশ কোনও প্রতিক্রিয়া জানাতে চায়নি। তবে এলাকার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) জানিয়েছেন, কে কী বলেছে সেটা তাঁকে খোঁজ নিতে হবে। এনিয়ে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। দলের স্থানীয় নেতৃত্বের বক্তব্য, তাঁরা বরাবরই দাবি করে আসছে পুলিশ তৃণমূলের দালালের মতো কাজ করছে। এখন পুলিশ যে তৃণমূল নেতাদের ছত্রছায়ায় কাজ করে তা অরূপ চক্রবর্তী পরোক্ষে স্বীকার করলেন। আসলে তিনি তোলা আদায়ের ভাগ পাচ্ছেন না বলেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।