ভয়ঙ্কর ঘটনা ঘটল হাওড়ায়! ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্বামী এবং তিন বছরের সন্তানের সামনেই ঝাড়খণ্ডের এক অভিনেত্রীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের রাজপুর থানার মহিষরেখা ব্রিজের কাছে। এলাকার হাইওয়েতে ওই অভিনেত্রীকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এমন ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পরেই আতঙ্কিত এলাকাবাসী। একইসঙ্গে এই ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা অভিনেত্রীর নাম ঈশা আলিয়া ওরফে নাম রিয়া কুমারী। তিনি ঝাড়খণ্ডের একজন জনপ্রিয় অভিনেত্রী। স্বামী এবং সন্তানের সঙ্গেই তিনি ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসছিলেন। তাঁর স্বামী প্রকাশ কুমার গাড়ি চালাচ্ছিলেন। বুধবার ভোর ৪ টে নাগাদ প্রকৃতির ডাকে মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি দাঁড় করান প্রকাশ। সেই সময় রাস্তা শুনশান ছিল। তখনই ঘটে বিপত্তি। গাড়ি থেকে নামতেই আচমকা কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী তাদের ঘিরে ধরে এবং তাদের কাছ থেকে টাকা এবং গয়না ছিনতাই করার চেষ্টা করে। সেই সময় তাদের বাধা দেন রিয়া। তখনই দুষ্কৃতীদের একজন রিয়াকে ঠিক কানের পাশে ডান দিকে গুলি করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মাটিতে লুকিয়ে পড়েন রিয়া। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। এদিকে, দুষ্কৃতীরা তাঁদের কাছে থাকা সমস্ত টাকা গয়না ছিনতাই করে সেখান থেকে পালিয়ে যায়।