পাতুলিয়া পঞ্চায়েতের বাসিন্দা নাজির হুসেন (৩২)। ইদ উপলক্ষে তিনি মোহনপুর পঞ্চায়েতের কাঠালিয়ায় একটি মেলায় এসেছিলেন। অভিযোগ, মেলায় ঘোরাঘুরি করার সময় সেখানে কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে এবং ছেলেধরা সন্দেহ করে। এরপরই শুরু হয় গণপ্রহার।
Ad
আবারও ছেলেধরা সন্দেহে গণপিটুনি, আশঙ্কাজনক যুবক, থানার সামনে বিক্ষোভ পরিবারের
ছেলেধরা সন্দেহে কয়েকজনকে মারধরের ঘটনায় সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার বারাসত। তারপরে ছেলেধরা গুজব রুখতে বিভিন্নভাবে প্রচার চালাচ্ছে পুলিশ। কিন্তু, কোনওভাবেই বন্ধ হচ্ছে না এই গুজব। আবারও ছেলেধরা সন্দেহে উত্তর ২৪ পরগনাতেই এক যুবককে গণপিটুনির অভিযোগ উঠল। এর ফলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই যুবক। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতার হাসপাতালে। আক্রান্ত যুবকের নাম নাজির হুসেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহের রুইয়া এলাকায়।
জানা যাচ্ছে, পাতুলিয়া পঞ্চায়েতের বাসিন্দা নাজির হুসেন (৩২)। ইদ উপলক্ষে তিনি মোহনপুর পঞ্চায়েতের কাঠালিয়ায় একটি মেলায় এসেছিলেন। অভিযোগ, মেলায় ঘোরাঘুরি করার সময় সেখানে কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে এবং ছেলেধরা সন্দেহ করে। এরপরই শুরু হয় গণপ্রহার। গুরুতর জখম অবস্থায় প্রথমে বারাকপুরের বি এন বসু হাসপাতাল ও পরে কলকাতা আরজিকর হাসপাতালের তাঁকে স্থানান্তরিত করা হয়েছে। জানা যাচ্ছে, যুবকের অবস্থা আশঙ্কাজনক।
এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। নাজিরের এলাকার লোকজন খবর পেয়ে মোহনপুর থানায় এসে বিক্ষোভ দেখায় এবং অভিযোগ দায়ের করে। তারা দোষীদের শাস্তি দাবি জানিয়েছেন। এলাকার মানুষের দাবি, নাজির একজন ভালো ছেলে। এভাবে ছেলেধরা অপবাদ দিয়ে মারধর করা একেবারেই মেনে নেওয়া যায় না। এলাকায় উত্তেজনা থাকার ফলে পুলিশ পিকেট বসানো হয়েছে।