
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
এক সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নৈহাটি এলাকায়। রবিবার রাতে নৈহাটির মাতৃসদনের সামনে এই জওয়ানের মৃতদেহ উদ্ধার হয় বলে খবর। জানা গিয়েছে, নিহত সেনা জওয়ানের নাম গুরপ্রীত সিং (৩৫)। এই জওয়ানের মৃত্যু কিভাবে হল এবং নেপথ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই জওয়ানের মৃতদেহ ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা শুনতে পাই জিআরপি স্ট্রেচারে করে আহত একজনকে আমাদের মাতৃসদনে আনা হয়েছিল। তখন ওই ব্যক্তির সঙ্গে দু’জন ছিলেন। মাতৃসদনের সামনেই স্ট্রেচারে থাকা জওয়ান মারা যান। এরপরই ওই জওয়ানের দেহ ফেলে তাঁরা পালিয়ে যান।’
স্থানীয় সূত্রে খবর, নিহত ওই জওয়ানের সঙ্গে একটি মোবাইল ফোন ছিল। সেই ফোনটি রিং হচ্ছিল। তখন আরপিএফের একজন ফোনটি ধরেন। তাঁকে ফোনে জানানো হয় নিহত জওয়ানের নাম গুরপ্রীত সিং। আতপুরে ৬ ব্যাটেলিয়নের জওয়ান তিনি। এখানের স্থানীয় ঠাকুরপাড়া এলাকায় কোনও বাড়িতে গিয়েছিলেন জওয়ান। আর এই ঠাকুরপাড়া এলাকায় একটা বড় অংশ নিষিদ্ধপল্লি।
সেনাবাহিনীর কাছে এখন প্রশ্ন উঠছে, ওই দুই যুবক কারা? কেন তাঁরা গুরপ্রীতের মৃত্যু দেখে চলে গেলেন? এই ঘটনার নেপথ্যে কোনও রহস্য লুকিয়ে রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে অবশ্য খবর, এই জওয়ান সম্ভবত নিষিদ্ধপল্লিতে গিয়েছিলেন। সেখানেই কিছু ঘটে থাকতে পারে। তাই ঠাকুরপাড়া এলাকার সিসিটিভি পরীক্ষা করা হচ্ছে।
৳7,777 IPL 2025 Sports Bonus