রাজ্যে ফের তৃণমূল কর্মী খুন। কোচবিহারের পানিশালার হাওড়াহাট এলাকায় ওই তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কর্মীর নাম সুবোধ মালাকার। তাঁর পরিবারের দাবি, খুনের নেপথ্যে রয়েছে বিজেপির এক সক্রিয় কর্মী। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তিগত শত্রুতা সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।
আরও পড়ুন: অপরহরণ করে তুলে নিয়ে মারধর, ফের খুন তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুবোধ মালাকার তাঁর নিজস্ব জমিতে ধান কাটার কাজ দিয়েছিলেন এলাকার এক যুবককে। ওই যুবক বিজেপি-ঘনিষ্ঠ বলেই পরিচিত। কাজের জন্য নির্ধারিত হয় ছ’হাজার টাকা। অভিযোগ, পুরো কাজ শেষ হওয়ার আগেই অগ্রিম টাকা চেয়ে বসে ওই যুবক। সুবোধ তা দিতে অস্বীকার করায় দু’জনের মধ্যে বচসা বাধে। এরপরই উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, ওই যুবক সুবোধকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে। গুরুতর জখম অবস্থায় সুবোধকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পরপরই এলাকা জুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মৃতের পরিবারের দাবি, সুবোধ শুধুমাত্র একজন কৃষক নন, তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। তাই এই খুনের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেই তাদের দাবি। একই সুর শোনা গিয়েছে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের কণ্ঠেও। তিনি সরাসরি বিজেপির দিকে আঙুল তুলে বলেন, এটা পরিকল্পিত খুন। তৃণমূল কর্মীদের টার্গেট করেই একের পর এক হামলা চালানো হচ্ছে।