মহেশতলায় এক কিশোরকে নির্যাতনের ভাইরাল ভিডিয়ো কার্যত শোরগোল ফেলে দিয়েছিল মাস দেড়েক আগে। সেখানে দেখা গিয়েছিল চুরি করেছে এই সন্দেহের বশে কিশোরকে উলটো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হচ্ছে। এই ভিডিয়ো দেখে শিউরে উঠেছিল গোটা বাংলা। একজন কিশোরের উপর এই ধরনের নির্যাতন চালানো কি আদৌ যুক্তিযুক্ত? গত ৩০শে মে ওই কিশোরের উপর নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ।
এদিকে ঘটনার বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। তদন্তে নেমেছিল পুলিশ। মূল অভিযুক্ত শাহেনশাহকে মুম্বই থেকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু একটি প্রশ্ন বার বারই উঠছিল কোথায় গেল সেই কিশোর?
অনেকেই ভেবেছিলেন হয়তো ওই কিশোরকে গুম খুন করা হয়েছে। অবশেষে বাড়ি ফিরল সেই কিশোর। ঘটনার প্রায় ৪৩দিন পরে নিজের গ্রামে ফিরল সেই কিশোর। টিভি ৯ বাংলার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে। ইসলামপুরের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা সে। দাদার সঙ্গে সে সন্তোষপুরের রবীন্দ্রনগর থানা এলাকার ওই কারখানায় কাজ করতে গিয়েছিল। কিন্তু সেখানেই ঘটে গিয়েছিল ভয়াবহ ঘটনা। সেই নির্যাতনের ভিডিয়ো সামনে আসতেই নানা চর্চা শুরু হয়ে যায়। জিন্সের কারখানায় কাজ করতে গিয়ে কেন তাকে এই ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে।
অবশেষে বাড়ি ফিরল ১৪ বছর বয়সি সেই কিশোর। সূত্রের খবর সে নিজে থেকেই বাড়ি ফিরে এসেছে। এখানেই প্রশ্ন এতদিন সে কোথায় ছিল?
তবে ঘরের ছেলে ঘরে ফিরে আসায় স্বাভাবিকভাবেই পরিবারের খুশির জোয়ার। এতদিন সে কোথায় ছিল তা নিয়ে জানতে চাইছেন অনেকেই। তবে সরাসরি ওই কিশোরের কাছ থেকে সেভাবে কিছু জানা যায়নি। তবে তার এক আত্মীয় দাবি করেছেন আক্রাতে ছিল ওই কিশোর। তাকে জোর করে ঘরদোরের কাজ করানো হচ্ছিল। সেখান থেকেই পালিয়ে সে নিজের গ্রামে চলে আসে। তবে পুলিশ গোটা বিষয়টি খোঁজখবর নেবে বলে খবর।