ওই আদিবাসী মহিলা আউশগ্রাম থানা এলাকার বাসিন্দা। বুধবার গভীর রাতে জঙ্গলে শৌচকর্ম করতে গিয়েছিলেন। সেই সময় ৩ জন তাঁকে মারধর করে এবং গণধর্ষণ করে বলে অভিযোগ। পরে মহিলার পরিবারের সদস্যরা তাঁকে জঙ্গল থেকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করেন।
আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ। প্রতীকী ছবি
রাজ্যে আবারও গণধর্ষণের অভিযোগ উঠল। পূর্ব বর্ধমানের আউশগ্রামে শৌচকর্ম করতে জঙ্গলে গেলে আদিবাসী এক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৭৬ ডি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এর মধ্যে ২ জনের বাড়ি আউশগ্রামে এবং একজনের বাড়ি গলসিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আজ স্বাস্থ্য পরীক্ষার পর ধৃতদের আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই আদিবাসী মহিলা আউশগ্রাম থানা এলাকার বাসিন্দা। বুধবার গভীর রাতে জঙ্গলে শৌচকর্ম করতে গিয়েছিলেন। সেই সময় ৩ জন তাঁকে মারধর করে এবং গণধর্ষণ করে বলে অভিযোগ। পরে মহিলার পরিবারের সদস্যরা তাঁকে জঙ্গল থেকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এ বিষয়ে কিছু জানাননি আধিকারিকরা। এই ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, এর আগেও পূর্ব বর্ধমানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বছরের জুলাইয়ে রথের মেলা দেখে ফেরার সময় আদিবাসী গৃহবধূ গণধর্ষণের শিকার হন। ৩ যুবক একেবারে রাস্তা থেকে ওই গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনাটিও ঘটেছিল আউশগ্রাম থানা এলাকায়। পরে গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ৩ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আউশগ্রাম থানার পুলিশ।