পথ দুর্ঘটনায় মৃত্যু হল ইউটিউবার অমিত মণ্ডলের (২৪)। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজ়ারগঞ্জে স্কুটার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। বিভিন্ন সাম্প্রতিক ঘটনা ও ভ্রমণের অভিজ্ঞতা ভ্লগের মাধ্যমে তুলে ধরতেন তিনি।দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের শিবপুরের বাসিন্দা ছিলেন অমিত। বাবা - মা ছিলেন সাফাইকর্মী। বিশেষভাবে সক্ষম হওয়ায় অন্য সবার মতো চলা ফেরা করতে পারতেন না তিনি। তবে ইউটিউবে তাঁর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে অমিতসহ স্কুটিতে করে নামখানার দিকে যাচ্ছিলেন ৩ জন। মুন্সি রোডের কাছে একটি মোটর ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় অমিতের স্কুটার। রাস্তার পাশে একটি পোস্টে ধাক্কা মারে স্কুটারটি। দুর্ঘটনার অভিঘাতে অমিতের মাথা থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাতে SSKM হাসপাতালে নিয়ে আসেন আত্মীয়রা। সেখানে রাত ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়।বন্ধুরা জানাচ্ছেন, প্রান্তিক এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্মেও বড় হওয়ার স্বপ্ন দেখতেন অমিত। কলেজে ভর্তি হয়েই খুলে ফেলেছিলেন ইউটিউব চ্যানেল। ১০ লক্ষ পার করেছিল তার সাবসক্রাইবার। ইউটিউব থেকে আয়ের জেরে বেড়েছিল স্বচ্ছলতাও। মুহূর্তের অসতর্কতায় শেষ হয়ে গেল সব কিছু।