বহুতল আবাসন থেকে নীচে পড়লেন মহিলা, আত্মহত্যা নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ
1 মিনিটে পড়ুন Updated: 24 May 2023, 06:06 PM ISTChiranjib Paul
তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান , পারিবারিক অশান্তির জেরে বা মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন ওই মহিলা।
এই আবাসনের দশতলা থেকেই পড়ে যান মহিলা।
হাওড়ার ইছাপুরে একটি বহুতল আবাসন থেকে ঝাঁপ দিলেন এক মহিলা (৫৮)। আবাসনের দশতলার একটি ফ্ল্যাটে ওই মহিলার তাঁর ছেলের সঙ্গে থাকতেন। মহিলার স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন। বুধবার তিনটে নাগাদ হঠাৎ-ই কিছু পড়ার শব্দ শুনতে পান আবাসনের বাসিন্দারা। বাইরে এসে তাঁরা দেখেন মহিলা মাটিতে পড়ে রয়েছেন। পুলিশকে খবর দিলে তারা এসে দেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এক স্থানীয় বাসিন্দা জানান, ‘কিছু পড়ার শব্দ শুনে বাইরে এসে দেখি মহিলা মাটি পড়ে আছেন। তাঁর একটি পা ভেঙে গিয়েছে।’ কেন ওই মহিলা এই ভাবে ঝাঁপ দিলেন তা নিয়ে আবাসনের বাসিন্দারা কিছু বলতে পারছেন না। আত্মহত্যা নাকি খুন তাও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট এলেই কারণ জানা যাবে।
তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান , পারিবারিক অশান্তির জেরে বা মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন ওই মহিলা। বহুতল ওই আবাসনের দশতলায় মহিলা তাঁর ছেলেকে নিয়ে থাকতেন। আবাসনে অন্য বাড়িতে পরিচারিকার কাজ করেন এক মহিলা জানাচ্ছেন, ঝাপ দেওয়ার আগে দুপুরেও তাঁর সঙ্গে ভালো ভাবেই কথা বলেছেন। তাঁর নিজের বাড়িতে যে মেয়েটি কাজ করেন তাঁর সম্পর্কে জানতেও চান। তার পর এই ঘটনা শুনে তিনি হতবাক।