কালীপুজোয় প্রসাদ খাওয়ার পর হাত ধোয়াকে কেন্দ্র করে বচসা। আর তার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শান্তিপুরের রামনগর এলাকায়। মৃত ব্যক্তির নাম ক্ষুদিরাম ঘোষ (৫৮)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই ঘটনায় তারা থানায় অভিযোগ দায়ের করবেন।
আরও পড়ুন: তবলাবাদক খুনে জড়িত সিরিয়াল কিলারকে যাচাই করতে ফের CCTV পরীক্ষা পুলিশের
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার। ওইদিন ধীরেন ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে কালীপুজোর আয়োজন করেছিলেন। সেই উপলক্ষে গ্রামের বেশ কয়েকজনকে আমন্ত্রণ জানানো জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ পেয়ে কালীপুজোয় গিয়েছিলেন ক্ষুদিরাম। তার সঙ্গে ছিলেন ছেলে মনোজ ঘোষ। কালীপুজো শেষে সকলকে প্রসাদ বিতরণ করা হয়। সেই মতো প্রসাদ খেয়েছিলেন ক্ষুদিরামও। কিন্তু, প্রসাদ খাওয়ার পর হাত ধুতে গেলেই ঘটে বিপত্তি। জানা যায়, প্রসাদ খেয়ে ধোয়ার পর হাত ঝেড়েছিলেন ক্ষুদিরাম। সেই সময় পাশেই দাঁড়িয়েছিলেন সিদ্ধার্থ ঘোষ নামে এক ব্যক্তি। তার গায়ে জল পড়ে বলে অভিযোগ। আর সেই ঘটনাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। গায়ে এঁটো জল পড়া নিয়ে ক্ষুদিরামের সঙ্গে ওই ব্যক্তির উত্তপ্ত তর্ক বিতর্ক শুরু হয়। এর পরেই শুরু হয় হাতাহাতি।