ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ দুর্নীতিতে জড়িত থাকায় দলের ৩ নেতাকে বহিষ্কার করল তৃণমূল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন দলের হাওড়া জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, দুর্নীতিতে যুক্ত থাকলে রেয়াত করবে না তৃণমূল। অরূপবাবু জানিয়েছেন, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্ত ঘোষ, পতিহাল গ্রাম গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বেচারাম দাস ও উত্তর ঝপড়দহ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সুমন ঘোষালকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। ইতিমধ্যে তাঁদের পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে দল। পদত্যাগ না করলে আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। গত সপ্তাহে হাওড়ার ৫ তৃণমূল নেতাকে শো কজ করা হয়েছে বলে জানিয়েছিলেন অরূপবাবু। তাঁদের মধ্যে ৩ জনের জবাব সন্তোষজনক না হওয়ায় বহিষ্কারের পথে হেঁটেছে দল। এছাড়া আরও ৩ নেতাকে শো কজ করা হয়েছে বলে জানিয়েছেন অরূপ রায়।