
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ফের পূর্ব মেদিনীপুরে বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারল বেসরকারি বাস। শুক্রবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে চণ্ডীপুর থানা এলাকার নরঘাটে। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩ জন।
জানা গিয়েছে শুক্রবার সকালে নরঘাটের কাছে খেজুরি থেকে হাওড়াগামী বেসরকারি বাসটি উলটো দিক থেকে আসা একটি সবজি বোঝাই গাড়িকে ধাক্কা মারে। এর পর পিছন থেকে কয়েকটি গাড়ি এসে পিক আপ ভ্যানটিকে ধাক্কা মারে। প্রচণ্ড গতিতে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ পৌঁছে ঘাতক বাসটিকে রাস্তা থেকে সরায়। এই ঘটনায় দিঘাগামী জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। আহতদের তমলুক জেলা হাসরাপাতালে পাঠানো হয়েছে।
কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। চালকের দাবি, যান্ত্রিক ত্রুটির জেরে দুর্ঘটনা। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports