গত কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল মোদীর সভায় থাকবেন কি না দিলীপ ঘোষ। প্রথমে তিনি নিজে জানিয়েছিলেন, দলের কর্মীদের অনুরোধে তিনি যাবেন। কিন্তু পরে, বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক আমন্ত্রণ না মেলায় পরিকল্পনায় পরিবর্তন করেন।
সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার দুর্গাপুর সফরে আসছেন। তার আগে রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রে উঠে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সকালেই তাঁকে দেখা গেল কলকাতা বিমানবন্দরে, গন্তব্য দিল্লি। কিন্তু, সেই উড়ান প্রধানমন্ত্রীর সফরের উদ্দেশ্যে নয়, বরং একরকম অভিমান করেই তিনি জানালেন, দল তাঁকে ডাকেনি তাই তিনি দুর্গাপুরে মোদীর সভায় যাচ্ছেন না।
গত কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল মোদীর সভায় থাকবেন কি না দিলীপ ঘোষ। প্রথমে তিনি নিজে জানিয়েছিলেন, দলের কর্মীদের অনুরোধে তিনি যাবেন। কিন্তু পরে, বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক আমন্ত্রণ না মেলায় পরিকল্পনায় পরিবর্তন করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তা কার্যত স্পষ্ট হয়ে যায়। অবশেষে শুক্রবার সকালে দিলীপের দিল্লিগামী ফ্লাইটেই ইতি ঘটে সেই জল্পনার। বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘কর্মীরা চেয়েছিল আমি থাকি, তাই বলেছিলাম যাব। কিন্তু পার্টি ডাকেনি। হয়তো চায় না আমি যাই। গেলে কারও অস্বস্তি হতে পারে। তাই আর যাচ্ছি না।’ এর পাশাপাশি তিনি জানান, দিল্লিতে পার্টির এক বিশেষ কাজে যাচ্ছেন। কিন্তু কোন পার্টি বা কী কাজ সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। নাম মুখে আনেননি বিজেপিরও।