বাংলা নিউজ > বাংলার মুখ > Anubrata Mondal: অসুস্থ অনুব্রত মণ্ডল, ভর্তি করা হল তিহার জেল হাসপাতালে
পরবর্তী খবর
Anubrata Mondal: অসুস্থ অনুব্রত মণ্ডল, ভর্তি করা হল তিহার জেল হাসপাতালে
1 মিনিটে পড়ুন Updated: 18 Aug 2023, 12:58 PM ISTChiranjib Paul
আগেও জেরা চলাকালীন একাধিকবার অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। তিহার জেলে থাকাকালীনও তিনি অসুস্থ হয়েছেন। তাকে জিবি পন্থ হাসাপাতলে ভর্তি করানো হয়। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি একাধিকবার জামিনেরও আবেদন করেন।
অনুব্রত মণ্ডল। (ফাইল ছবি)
শুক্রবার সকালে জেলেই অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন ধরে তিনি নানা অসুস্থতায় ভুগছিলেন। আদালতে একাধিকবার জানিয়েছেনও সে কথা। এবার তিহার জেলে অসুস্থ হয়ে পড়লেন গরুপাচাল মামলা অভিযুক্ত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত।
এদিন সকালে অসুস্থ বোধ করতে থাকায় অনুব্রতে দ্রুত জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁকে অন্য কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।
অসুস্থতার জন্য গত ২ মাসে ধরে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই শুনানিতে অংংশগ্রহণ করছিলেন অনুব্রত। এ দিনও সে ভাবেই তাঁর শুনানিতে অংশ নেওয়ার কথা। কিন্তু অসুস্থতার কারণে তিনি শুনানি অংশ নেননি।
এর আগেও জেরা চলাকালীন একাধিকবার অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। তিহার জেলে থাকাকালীনও তিনি অসুস্থ হয়েছেন। তাকে জিবি পন্থ হাসাপাতলে ভর্তি করানো হয়। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি একাধিকবার জামিনেরও আবেদন করেন। কিন্তু আদালত তাতে না করে দেয়। ফলে তাঁকে জেলেই কাটাতে হচ্ছে।
বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ জেলা সভাপতি আগে থেকে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট সমস্যা রয়েছে। হার্টে ৭৫ শতাংশ ব্লকেজ। লিভার খারাপ এমন কি দুবেলা ইনসুলিন নিতে হয়।
জেল সূত্রে খবর, শুক্রবার সকালে ফের শ্বাসকষ্টের সমস্যা দেখা অনুব্রতর। বুকে ব্যথা রয়েছে। দ্রুত তাঁকে জেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে নজরে রেখেছেন।