Weekly Tarot Rashifal: নভেম্বরের প্রথম সপ্তাহে খুব শুভ কাল যোগ তৈরি হবে। এই সপ্তাহে বৃশ্চিক রাশিতে বুধ চন্দ্রের মিলন ঘটবে। যার কারণে কাল যোগ তৈরি হবে। কলা যোগের প্রভাবে ৫ রাশির মানুষ তাদের কর্মজীবনে উন্নতি লাভ করবে এবং তাদের সম্মানও বৃদ্ধি পাবে। আসুন জেনে নেওয়া যাক রাশির জন্য সপ্তাহটি কেমন যাবে।