সাপ্তাহিক রাশিফলমেষ রাশিএই সপ্তাহে সৃজনশীল কাজে সাফল্য লাভ হবে। সন্তানের পড়াশোনা নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই। প্রেম ভালোবাসায় সাফল্য লাভ হবে। প্রিয়জনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। শিল্প কলার কাজে সম্মানিত হবেন।বৃষ রাশিকাজে কর্মে প্রত্যাশা পূরণ হবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সফল হতে পারবেন। গৃহে প্রভাবশালী আত্মীয়র আগমন হবে। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে। আসবাবপত্র ক্রয় করতে পারেন।মিথুন রাশিসাংসারিক ক্ষেত্রে ছোট ভাই বোনের সাহায্য লাভের আশা রয়েছে। নিজের প্রচার প্রচারনা ও ব্যবসায়ীক প্রসারে সফল হতে পারবেন। পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বৈদেশিক বাণিজ্যের মধ্যস্ততায় ভালো রোজগারের আশা রয়েছে।কর্কট রাশিবকেয়া বিল ও বেতন আদায়ে সফল হবেন। গৃহস্থালী জীবনে আত্মীয় কুটম্বর আগমনের যোগ রয়েছে। খাদ্য ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে। কোনও সামাজিক নিমন্ত্রণ রক্ষা করতে পারেন। খুচরা ব্যবসায়ীদের ভালো লাভের আশা রয়েছে।সিংহ রাশিকাজে কর্মে সফল হতে পারবেন। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগে অগ্রগতি হবে। হারানো সম্মান ও মর্যাদা পূণঃরুদ্ধার হবে। সাঙ্গগঠনিক ও সামাজিক কাজে সম্মানিত হবেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে।কন্যা রাশিবৈদেশিক ব্যবসা বাণিজ্যে সফলতা আসবে। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যেতে পারবেন। সাপ্তাহিক ব্যয় অনেকটা বৃদ্ধি পাবে। প্রবাসীদের দেশে আগমনের যোগ রয়েছে।তুলা রাশিবড় ভাই বোনের সাহায্য পাওয়া যাবে। ব্যবসায়ীক ক্ষেত্রে বড় ধরনের লেনদেন চুক্তি হবে। চাকরিজীবীদের বাড়তি আয় রোজগারের চেষ্টা সফল হবে। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাতের আশা রয়েছে।বৃশ্চিক রাশিএই সপ্তাহের কাজে কর্মে সফলতার যোগ রয়েছে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় আজ সাফল্য লাভ হবে। সাংগঠনিক কাজে সফল হতে পারবেন। পিতার সাহায্য লাভ হবে। প্রশাসনিক কাজে সফল হবেন।ধনু রাশিভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। ধর্মীয় ও আধ্যাত্মীক ব্যক্তির সাহায্য লাভ হবে। শিক্ষা ও গবেষণামূলক কাজে অর্থ লাভের যোগ রয়েছে। পিতার সাহায্যে আপনার শিক্ষায় উন্নতির আশা আছে।মকর রাশিব্যাংক কর্মকর্তাদের সতর্ক হয়ে কাজ করতে হবে। ঋণ সংক্রান্ত বিষয়ে সফল হতে পারবেন। ব্যবসায়ীক পাওনা পরিশোধের প্রয়োজন হবে। শেয়ার ব্যবসায়ীদের খুব সতর্কতার সঙ্গে বিনিয়োগ করতে হবে।কুম্ভ রাশিব্যবসায়ীক কাজে বড় ধরনের উন্নতি হতে চলেছে। অংশীদারী ব্যবসায়ীদের ভালো রোজগার হবে। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাওয়ার যোগ রয়েছে । নব দম্পতিরা কোথাও বেড়াতে যেতে পারেন।মীন রাশিসহকর্মীদের সাহায্য লাভ হবে। পুরোনো জটিলতা কাটিয়ে নতুন করে সম্পর্ক আরম্ভ করতে পারেন। এতে কর্মক্ষেত্রে সফল হবেন। ব্যবসায়ীরা কর্মচারী নিয়োগ করতে পারেন। গৃহস্থালী জীবনে রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে হবে।বিশেষজ্ঞ: মনোজিৎ দে সরকারযোগাযোগ: 8777679776