দৈত্যগুরু শুক্রের অবস্থানের জেরে আসন্ন সময়ে হতে চলেছে শুক্রের গোচর। শুক্রের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। শুক্রের রাশি পরিবর্তনের প্রভাব ১২ রাশিতেই পড়তে পারে। শুক্র এবার মীন রাশিতে প্রবেশ করে যাবেন। দৈত্যগুরু শুক্র দেবগুরু বৃহস্পতির রাশিতে প্রবেশ যখন করবেন, তখন একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক, লাকি কারা।
মেষ
শুক্রের মীন রাশিতে যাওয়া অত্যন্ত লাভদায়ক বলে মনে করা হয়। প্রতিটি ক্ষেত্রে সাফল্য মিলবে। সিঙ্গলরা এবার আসল প্রেমের সন্ধান পাবেন। অবিবাহিতদের বিয়ের যোগ দেখা যাবে। আর্থিক পরিস্থিতির বিচারে আগের থেকে রোজগার ভালো হবে। কোনও সিদ্ধান্ত নিলে, তা জেনে বুঝে ভালো করে নিতে হবে। সিদ্ধান্ত বুঝে শুনে না নিলে, তা অনেক সময় সমস্যা বাড়িয়ে দিতে পারে। বিদেশ যাত্রার সুযোগ মিলবে। দীর্ঘ দূরত্বের যাত্রায় কোথাও গেলে পাবেন লাভ। মীনে শুক্রের গোচর খুবই লাভদয়ী হবে।
( Poush Somvati amavasya 2024 Tithi: ২০২৪ সালের শেষ সোমবতী অমাবস্যা কখন পড়ছে? পৌষের এই বিশেষ তিথির সময়কাল রইল)
(আরও পড়ুন- BSF Intelligence: রাতে বাংলাদেশ সীমান্তের হবিবপুরে বিএসএফের গোয়েন্দা দলের হানা! ৫৪ টি চোরাই মোবাইল সহ আর কী কী উদ্ধার?)
মিথুন
কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে ভালো হবে। অফিসের সিনিয়র অফিসারদের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। বিদেশ থেকে চাকরির অফার আসতে পারে। বিদেশ যাত্রার সুযোগ পাবেন। আয় ব্যায় সংক্রান্ত কোনও ব্যবসায় লাভ পাবেন। ব্যবসায়ীদের এই সময় লাভ রয়েছে। আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়বে।
তুলা
তুলা রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এই সময় হাতে আসা আকস্মিক ধনলাভ আপনাকে ভরিয়ে দেবে। কর্মক্ষেত্রে খুবই লাভ পাবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো হবে। শিল্পকলা, নৃত্যে পাবেন লাভ। জীবনে আসবে বহু ধরনের খুশি। যেকোনও চ্যালেঞ্জ এই সময় পার করে ফেলে পারবেন।
কবে রয়েছে শুক্রের গোচর?
জ্যোতিষমতে, বলা হচ্ছে, ২০২৫ সালের ২৮ জানুয়ারি, ভোর ৬ টা ৪২ মিনিটে মীন রাশিতে শুক্রের গোচর হবে। তারফলে বহু রাশির ভাগ্য ফিরবে।