প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যায় কালীপুজো হয়। এবার ৪ নভেম্বর (বৃহস্পতিবার) কালীপুজো হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবারের কালীপুজোর দিনে একাধিক গ্রহের বিশেষ সংযোগ তৈরি হচ্ছে। গ্রহগুলির সেই সংযোগের ফলে কয়েকটি রাশির জাতকের ভাগ্যোদয় হয়। এবার সূর্য, বুধ, মঙ্গল এবং চন্দ্র তো তুলা রাশিতে অবস্থান থাকবেন। তার ফলে চতুর্গহী যোগ তৈরি হচ্ছে। একনজরে দেখে নিন সেই যোগের ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন -মিথুন রাশি১) চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে।২) মান-সম্মান বৃদ্ধি পেতে পারে।৩) গাড়ি কিনতে পারেন।৪) আর্থিক অবস্থার উন্নতি হবে।৫) দাম্পত্য জীবন সুখী হবে।৬) পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।৭) লেনদেনের ফলে লাভবান হবেন।৮) মিথুন রাশির জাতকদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবেন।কর্কট রাশি১) চাকরি সংক্রান্ত বিষয়ে সুখবর পেতে পারেন।২) আয় বাড়তে পারে। তার ফলে আর্থিক সমস্যা দূর হওয়ার সম্ভাবনা আছে।৩) জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন। তার ফলে বিবাহিত জীবন সুখী হবে।৪) শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দুর্দান্ত সময়।৫) এই সময় বিনিয়োগ করলে লাভবান হবেন।৬) স্বাস্থ্য ভালো থাকবে।কন্যা রাশি১) আটকে থাকা কাজ পুুরো হতে পারে।২) কর্মক্ষেত্রে মান-সম্মান বাড়বে।৩) কোনও ঘুরতে যেতে পারেন। তার ফলে লাভ হতে পারে।৪) আয় বাড়তে পারে।৫) আপনি যে কাজ করবেন, তা প্রশংসিত হবে।৬) কাজে সাফল্য পাবেন।৭) চাকরি এবং ব্যবসার জন্য দারুণ সময়।ধনু রাশি১) শুভ ফল মিলবে।২) এই সময় চাকরিতে পদোন্নতির সুযোগ আছে। সেরকম যোগ তৈরি হচ্ছে।৩) নয়া কাজের শুরু করতে পারবেন।৪) ব্যবসায়ীরা মুনাফা লাভ করবেন।৫) ধার্মিক এবং আধ্যাত্মিক কাজে অংশগ্রহণের সুযোগ মিলবে।৬) হাতে টাকা আসবে। তার ফলে স্বভাবতই আর্থিক অবস্থা ভালো হবে।৭) শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দারুণ সময়।মকর রাশি১) হাতে টাকা আসবে। তার ফলে আর্থিক অবস্থা ভালো হবে।২) মান-সম্মান বাড়বে।৩) চাকরি এবং ব্যবসায় উন্নতির যোগ তৈরি হচ্ছে।৪) শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দারুণ সময়।৫) দাম্পত্য জীবন সুখকর থাকবে।৬) পরিবারের সদস্যদের সহযোগিতা মিলবে।৭) কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে।