জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের যুতি বিভিন্ন সময়ে লাভ দিয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে একই রাশিতে শুক্র আর শনিদেবের অবস্থান বহু রাশির জন্য লাভদায়ক হতে চলেছে। এর মাহাত্ম্য়ও রয়েছে আলাদা। একটি রাশিতে থেকে শনিদেব আর শুক্রদেব দুজনেই বানাচ্ছেন যুতি। ৩০ মে পর্যন্ত এই দুই গ্রহই একই রাশিতে অবস্থান করবে। তারফলে একাধিক রাশিতে লাভের মুখ দেখতে চলেছেন বহু রাশির জাতক জাতিকারা। কারা কারা এই যুতির ফলে লাভ পেতে চলেছেন, দেখা যাক।
মেষ
এরফলে আপনার জীবনে কোনও বড় বদল আসতে পারে। যা আপনার ভাগ্যকে পাল্টে দিতে পারে। যদি কোনও নতুন কাজ আপনি শুরু করতে চলেছেন, তাহলে এই সময়কাল আপনার জন্য খুবই লাভদায়ক। এই সময় আপনি মুনাফা পেতে পারেন। লগ্নি করার জন্যও এই সময় খুবই ভালো। এতে মুনাফা পাওয়ার সব রকমের সুযোগ থাকতে পারে। পারিবারিক জীবন সুখকর হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে। কেরিয়ার আর শিক্ষা ক্ষেত্রে ফলাফল খুবই ভালো মিলবে। মেষ রাশির জাতক জাতিকারা আনন্দে থাকতে চলেছেন।
মিথুন
এই সময় বিদেশযাত্রার যোগ তৈরি হতে পারে। পড়াশোনাতে পেতে পারেন সাফল্য। কোনও পরীক্ষা বা ইন্টারভিউয়ের জন্য যদি প্রস্তুতি নেন, তাহলে তা ভালোর দিকে যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। নতুন বাড়ি কেনার যোজনা শুরু হতে পারে। টাকা পয়সায় বৃদ্ধির সংকেত পেতে পারেন। আত্মবিশ্বাসে মুনাফা হবে। সম্পর্ক ভালোর দিকে যাবে। কেরিয়ারে নতুুন নতুন রাস্তা তৈরি হবে। নতুন বাড়ি কেনার যোজনা তৈরি হবে। আত্মবিশ্বাস বাড়বে। সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। কেরিয়ারে উন্নতির নতুন নতুন রাস্তা খুলে যাবে।
( দিঘার জগন্নাথ মন্দিরের ওপর আকাশ জুড়ে জোড়া রামধনু! কিছুর ইঙ্গিত? মমতা লিখলেন…)
( Venus and Sun Yuti: সূর্যের সঙ্গে হাত মিলিয়ে শুক্রও ভরাবেন বহু রাশির ভাগ্য! ভাগ্যবান ৩ রাশি)
সিংহ
চাকরিরতদের প্রমোশন হতে পারে এই সময়। তাদের রোজগারও বাড়তে পারে। ব্যবসা যাঁরা করছেন তাঁদের আসবে মুনাফা। নতুন নতুন সওদা আপনাকে লাভ দেবে ব্যবসায়। প্রেম জীবনে আসবে মাধুর্য। শান্তি তৈরি হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। উন্নতির নতুন সুযোগ আসবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)