Sheetala Ashtami Puja Vidhi:এই পুজোয় হয় না রান্না, বাসি খাবার করা হয় নিবেদন, জেনে নিন শীতলা পুজোর শুভ সময়
1 মিনিটে পড়ুন Updated: 21 Mar 2025, 11:00 AM IST-
শীতলা অষ্টমীর গুরুত্ব
বসোদা বা শীতলা অষ্টমীর এই উৎসব উত্তর ভারতীয় রাজ্য যেমন গুজরাট, রাজস্থান এবং উত্তর প্রদেশে বেশি জনপ্রিয়। রাজস্থান রাজ্যে শীতলা অষ্টমী উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। এই উপলক্ষে মেলা এবং লোকসঙ্গীতের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ভক্তরা এই উৎসবটি অত্যন্ত আনন্দ ও নিষ্ঠার সঙ্গে উদযাপন করেন। বিশ্বাস করা হয় যে এই নির্বাচিত দিনে উপবাস তাদের বিভিন্ন ধরণের রোগ থেকে রক্ষা করে।
আজকের রাশিফল