জ্যোতিষশাস্ত্রে শনিদেবের আলাদা মাহাত্ম্য রয়েছে। শনিদেবের চলন অন্যান্য সমস্ত ধরনের গ্রহের থেকে আলাদা। তার ধীর গতির জন্য শনিদেব যে রাশিতে থাকেন তা অনেক দিনের হয়। ফলে প্রভাবিত রাশিগুলিতে একই প্রভাব অনেকদিন থেকে যায়।আসন্ন সময়ে শনিদেবের ‘তাম্বে কি পায়ে’র সঙ্গে প্রবেশ করবেন মীন রাশিতে। রাশিচক্র পুরো করার জন্য ৩০ বছর সময় লাগে শনিদেবের। প্রেম, সন্তান, বিয়ের ক্ষেত্রে শনিদেবের প্রভাব বিশেষ তাৎপর্যপূর্ণ। দেখা যাক, আসন্ন সময়ে শনিদেবের চলনে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
মকর
শনিদেব মীনে তাম্বে কে পায়ে-র সঙ্গে চলনের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। মকর রাশি, শনির সাড়েসাতি থেকে পাবে মুক্তি। কোথাও যাত্রা করতে পারেন। বিদেশে যাওয়ার সম্ভাবনা প্রবল। চাকরি সূত্রে এক শহর থেকে অন্য শহরে যেতে পারেন। আধ্যাত্মের প্রতি ঝোঁক বাড়তে পারে। সন্তানের প্রগতি হবে। স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলেও, বাকি সব কিছু নিয়ে খুশি থাকবেন। ব্যবসায় নেওয়া ঝুঁকিও আপনাকে সুফল দিয়ে দেবে।
( প্রকাশ্যে স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে বিতর্কে ঘি দিলেন বিএনপি নেতা রিজভি)
কন্যা
২০২৫ সাল আপনার জন্য খুবই লাভদায়ী। কেরিয়ারের দিক থেকে আপনি লাভ পেতে পারেন। কোথাও বেড়াতে যেতে পারেন। আপনার খুবই ধনলাভ হবে। বাড়িতে খুশির মহল থাকবে। বিদেশে যাঁরা ব্যবসা করেন, তাঁরা পাবেন লাভ। বিনিয়োগ এই সময় করতে পারেন, তাতে হবে লাভ। দাম্পত্য প্রেম আগের থেকে ভালো হতে পারে। আনন্দে ভরপুর থাকবেন।
মিথুন
আপনার পরিশ্রম বহু সুফল দেবে। কেরিয়ারের দিক থেকে বহু ধরনের লাভ পেতে পারেন। আপনার পরিশ্রম অনেকটাই উপকার দেবে। আপনার কাজের বিপুল প্রশংসা হবে। ব্যবসায় আপনার দ্বারা তৈরি কিছু নীতি আপনাকে সুবিধা এনে দেবে। ফলে টাকা আসবে ঘরে। আপনার বহু ইচ্ছা পূরণ হতে পারে। ভাগ্যের সহযোগিতা পাবেন। সব ক্ষেত্র থেকে পাবেন লাভ। বেতন বৃদ্ধির যোগ রয়েছে। বাজে খরচ হতে পারে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে।
শনির অবস্থান:- শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে বিরাজমান। তবে নতুন বছরে ২০২৫ সালে মার্চে শনি কুম্ভ থেকে বেরিয়ে মীনে প্রবেশ করতে চলেছে। সেই সময়ই মীনে শনি ‘চাম্বে কে পায়ে’ নিয়ে প্রবেশ করবেন। এটি বহু রাশিতে শুভ ফল দেয় বলে জ্যোতিষমত। এতে আসে সুখ, সমৃদ্ধি, বৈভব। দৃক পঞ্চাঙ্গ অনুসারে ২৯ মার্চ, রাত ১১ টা ১ মিনিটে শনি মীন রাশিতে প্রবেশ করবেন।