বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব ও রাহুদেবের যুতি বেশ তাৎপর্যপূর্ণ। বিভিন্ন সময়ে গ্রহরা সময়ে সময়ে রাশি পরিবর্তন করে থাকে। যার প্রভাব যে শুধু ১২ রাশির জাতক জাতিকার উপরই পড়বে, তা নয়। দেশ দুনিয়ার ওপরেও পড়ে এর প্রভাব। মায়াবী গ্রহ রাহু,মীন রাশিতে আপাতত ভ্রমণ করছেন। আর সেই রাশিতে ২৯ এপ্রিলই পৌঁছে গিয়েছেন কর্মফলদাতা শনিদেব। যারফলে এই দুই গ্রহের যুতি নির্মিত হচ্ছে। রাহু আর শনিদেবের এই যুতির ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করছেন। কারা লাকি, দেখে নিন।
মিথুন
এই যুতি আপনার গোট কুণ্ডলীতে কর্মস্থানে তৈরি হচ্ছে। এই সময় আপনার কাজ, ব্যবসার দিক থেকে সাফল্যের যোগ রয়েছে। সঙ্গে সঙ্গে চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে হবে অনুকূল পরিবর্তন। চাকরিতে কোনও বড় বদল হতে পারে। এই সময়কাল নতুন কোনও প্রজেক্টের শুরুর জন্য ভালো সময়। কোনও সুযোগ আসলে, তা হালকাভাবে নেবেন না। ছোট্ট কোনও উদ্যোগই বড় বদল আনতে পারে। ব্যবসায়ীদের ভালো ধনলাভ হবে।
তুলা
আপনাদের জন্য রাহু আর শনির যুতি লাভপ্রদ হতে পারে। এই যুতি আপনার রাশিতে ষষ্ঠস্থানে থাকতে পারে। আইনি কোনও মামলায় সাফল্য পেতে পারেন। শত্রুদের ছাপিয়ে জয়ী হতে পারবেন সহজেই। এই সময় আয়ের রাস্তা প্রশস্ত হবে। কোথাও আটকে থাকা টাকা এবার হাতে পেতে পারেন। বিনিয়োগের জন্য এই সময়কাল ভালোর দিকে যাবে। পারিবারিক অবস্থা ভালোর দিকে যাবে। পরিবারে সুখ শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে মিলে আর্থিক যোজনা ভালোর দিকে যাবে। আপনার বহু কাজে সিদ্ধি আসবে। চাকরিরতদের পদোন্নতি হতে পারে।
ধনু
এই সময় কিছু সুখ সুবিধা পেতে পারেন। এই যোগ দুর্লভ যোগ হতে পারে। রিয়েল এস্টেট, সম্পত্তি, জমি এই সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনার ব্যবসা থাকে, তাহলে আপনি পাবেন লাভ। আপনার সুখ সুবিধা বাড়তে থাকবে। গাড়ি, বাড়ি কেনার শখ হলে তা পূরণ হবে। কোনও যোজনায় দীর্ঘদিন ধরে আটকে থাকেন, তার ইতিবাচক পরিণাম পাবেন। শেয়ার বাজার থেকে কোনও লাভ আসতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )