বাংলা নিউজ > ভাগ্যলিপি > অর্থাভাব কাটাতে কী করবেন ধনতেরাসে, জানুন
কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়। চলতি বছর ১৩ নভেম্বর এটি পালিত হবে। শাস্ত্র মতে, এদিন কিছু উপায় করলে ধন-ধান্যে বৃদ্ধি হয় ও সব সময় লক্ষ্মীর আশীর্বাদ থাকে।
- ধনতেরাসের সন্ধেবেলা একটি প্রদীপ জ্বালিয়ে তার পাশে একটি কড়ি রেখে দিন। এর পর টাকা রাখার স্থানে ওই কড়ি লাল কাপড়ে মুড়ে রেখে দিন। এর ফলে পরিবারে কখনও অর্থাভাব থাকবে না।
- এদিন ১০৮ বার “ওম যক্ষায় কুবেরায় বৈশ্রববায়, ধন-ধান্যধিপতয়ে ধন-ধান্য সমৃদ্ধি মম দেহি দাপয় স্বাহা" – এই কুবের মন্ত্র জপ করা উচিত।
- ধনতেরাসের দিনে রুপোর কয়েন ও গোটা হলুদের পুজো করলে জীবনে উন্নতি হয়। এর ফলে আর্থিক বাধা দূর হয়।
- ধনতেরাসের দিনে কিন্নরদের হাত থেকে টাকা নিয়ে নিজের পার্সে রাখা উচিত। এর ফলে সাফল্য লাভ সম্ভব ও অর্থাভাব থাকে না।
- ধনতেরাস ও দীপাবলীর দিনে শ্রীযন্ত্রের পুজো করা উচিত। এর ফলে আর্থিক অনটন কেটে যায়। শ্রীযন্ত্রের পুজো করলে পরিবারে সুখ-সমৃদ্ধি ও বৈভবের আগমন হয়।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর