প্রাচীন কাল থেকেই মন্দিরের দ্বারে ঘণ্টা লাগানোর প্রচলন রয়েছে। হিন্দু ধর্মে পুজো-অর্চনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ঘণ্টা। তবে অনেকেই ঘণ্টা ব্যবহারের কারণ জানেন না।ধর্মীয় ধারণা অনুযায়ী, ঘণ্টা বাজানোর ফলে মন্দিরে দেবী-দেবতাদের মূর্তিতে চেতনা জাগ্রত হয়। তারপর দেবপুজো অধিক ফলদায়ক ও প্রভাবশালী হয়ে ওঠে।ঘণ্টা বা ঘণ্টির মনমোহক ও কর্ণপ্রিয় ধ্বনি মন-মস্তিষ্কে আধ্যাত্মিকতা জাগিয়ে তোলে। ঘণ্টা-ধ্বনি শ্রবণ মাত্রই মন শান্ত হয়।চার ধরণের ঘণ্টা হয়। হাতে নিয়ে বাজানো যেতে পারে, এমন ছোট ঘণ্টাকে গরুঢ় ঘণ্টি বলে। আবার যেগুলি দরজায় ঝুলিয়ে রাখা হয়, সেটি হল দ্বার ঘণ্টি। দ্বার ঘণ্টি বড় ও ছোট উভয়ই হতে পারে। তৃতীয় ধরণের ঘণ্টিটি হল কাঁসর ঘণ্টি। আবার আকারে অনেক বড় (কমপক্ষে ফুট লম্বা ও চওড়াগুলিকে বলা হয় ঘণ্টা।