রমজান মাসে প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বী আল্লাহের প্রার্থনায় সময় কাটান। রোজার সময় প্রতিটি মুসলমান ৫ বার নামাজ পড়েন। রোজার দিনে সূর্যোদয়ের আগে নামাজের পর সেহরি খেয়ে শুরু হয় রোজা। সারাদিন উপবাস করে সূর্য অস্ত গেলে আজানের পর ইফতারের মাধ্যমে উপবাস ভঙ্গ করা হয়। এ সময় যে সমস্ত খাবার-দাবার তৈরি করা হয়, তা দরিদ্র ও অসহায় মানুষের মধ্যেও বিতড়ণ করা হয়।এখানে জানুন ২৬ এপ্রিল ২০২১-এর সেহেরি এবং ইফতারের সময়—১. কলকাতা : সেহরির সময় - ভোর ৩ টে ৪৯ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ০২ মিনিট।২. হাওড়া : সেহরির সময় - ভোর ৩ টে ৪৯ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬টা ০২ মিনিট।৩. ডায়মন্ড হারবার : সেহরির সময় - ভোর ৩ টে ৫০ মিনিট। ইফতারের সময় – সন্ধ্যা ৬ টা ০২ মিনিট।৪. মালদহ : সেহরির সময় - ভোর ৩ টে ৪৫ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ০৬ মিনিট।৫. মুর্শিদাবাদ : সেহরির সময় - ভোর ৩ টে ৪৬ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ০৪ মিনিট।৬. জলপাইগুড়ি : সেহরির সময় - ভোর ৩ টে ৩৯ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ০৫ মিনিট।৭. শিলিগুড়ি : সেহরির সময় - ভোর ৩ টে ৪০ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ০৭ মিনিট।৮. আগরতলা : সেহরির সময় - ভোর ৩ টে ৩৫ মিনিট। ইফতারের সময় - বিকেল ৫ টা ৫২ মিনিট।৯. ঢাকা : সেহরির সময় - ভোর ৪ টে ০৯ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ২৫ মিনিট।১০. লন্ডন : সেহরির সময় - ভোর ৩ টে ১৮ মিনিট। ইফতারের সময় - রাত ৮ টা ১৭ মিনিট।১১. দুবাই : সেহরির সময় - ভোর ৪ টে ২৩ মিনিট। ইফতারের সময় - সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিট।