ইসলাম ধর্মমতে অত্যন্ত পবিত্র মাস হিসাবে রমজান মাসকে দেখা হয়। এই পবিত্র রমজান মাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইসলামধর্মাবলম্বীরা এই পবিত্র মাসে রোজা পালন করে থাকেন। এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল, সেহরি ও ইফতারের সময়সূচি। ঊষার পূর্বের খাবার বা ভোরের আহার হিসাবে সেহরি গ্রহণ করা হয়। আর সূর্যাস্তের পরে রোজা ভাঙার জন্য একটি খাবার হিসাবে ইফতারকে দেখা হয়। মূলত, খেজুর খেয়ে এই রোজা ভাঙা হয়। এদিকে, আসতে চলেছে পবিত্র ইদ। তার আগে ২৪ মার্চ থেকে শুরু হতে চলা সপ্তাহে কলকাতায় সেহরি ও ইফতারের সময়সূচি দেখে নিন।
কলকাতায় সেহরি ও ইফতারের সময়সূচি:-
২৪ মার্চ- সেহরি ভোর ৪:২১ মিনিটে, ইফতার বিকেল ৫:৫০ মিনিট।
২৫ মার্চ-সেহরি ভোর ৪:২০ মিনিটে, ইফতার বিকেল ৫:৫০ মিনিট।
২৬ মার্চ- সেহরি ভোর ৪:১৯ মিনিট, ইফতার বিকেল ৫:৫১ মিনিট।
২৭ মার্চ- সেহরি ভোর ৪:১৮ মিনিট, ইফতার বিকেল ৫:৫১ মিনিট।
২৮ মার্চ- সেহরি ভোর ৪:১৭ মিনিট, ইফতার বিকেল ৫:৫১ মিনিট।
২৯ মার্চ- সেহরি ভোর ৪:১৫ মিনিট, ইফতার বিকেল ৫:৫২ মিনিট।
৩০ মার্চ- সেহরি ভোর ৪:১৪ মিনিট, ইফতার বিকেল ৫:৫৩ মিনিট।
৩১ মার্চ- সেহরি ভোর ৪:১৪ মিনিট, ইফতার বিকেল ৫:৫৩ মিনিট।
( Job in WB:প্রাথমিকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধি কী? প্রকাশ্যে বিজ্ঞপ্তি,আবেদন করতে পারবেন কারা!)
( Surya grahan on Shani amavasya: শনি অমাবস্যায় ২০২৫র প্রথম সূর্যগ্রহণ! সৌভাগ্যের ফোয়ারা মেষ সহ ৫ রাশিতে)