Hindustan Times
Bangla

আপনি কি ভীষণ মুখচোরা বা চুপচাপ থাকা থাকতে ভালোবাসেন? কীভাবে গভীর অর্থবহ জিনিস, বই বা সিনেমা পছন্দ করেন? তাহলে দেখতে পারেন এই বলিউডি ছবিগুলি। 

সবার প্রথমে রাখুন বরফি। একজন বধির ব্যক্তি যে নিজের নীরব, শান্ত দুনিয়ায় থাকে তার সঙ্গে ঝিলমিল এবং শ্রুতির সম্পর্ক ফুটে উঠেছে এই সিনেমায়। 

ডিয়ার জিন্দেগি ছবিটিও রাখতে পারেন এই তালিকায়। নিজেকে খুঁজে পাওয়ার গল্প বলে শাহরুখ, আলিয়ার এই ছবি। 

পিকু ছবিতে মজার মোড়কে বাস্তবের অনেক অনুভূতি, কথা তুলে ধরা হয়েছে। 

রণবীর, দীপিকার ছবি তামাশা ছবিটিও ভালো লাগতে পারে যেখানে দেখানো হয়েছে সামাজিক চাপ নাকি নিজের ইচ্ছে কোনটা গুরুত্বপূর্ণ। 

লাঞ্চবক্স ছবিটির মধ্যে যে এক মিষ্টি নীরবতা আছে, একাকিত্বকে উদযাপন করা বা সম্পর্কের প্রতি টান দেখানো হয়েছে সেটাও ভালো লাগতে পারে।