ভাই-বোনের সম্পর্কে ঝগড়া, দুষ্টুমি, একে অপরকে বিরক্ত করা—এ সব চলতেই থাকে। ভাই-বোনের এই দুষ্টু-মিষ্টি সম্পর্ককে আরও মজবুত করার উৎসব রাখি বন্ধন। ২২ অগস্ট, রবিবার রাখি। এদিন ভাইয়ের হাতে রাখি বাঁধেন বোনেরা। পরিবর্তে বোনকে উপহার দেন ভাইয়েরা। এই উপহারের জন্যও ভাই-বোনের মধ্যে হয়ে যায় একপ্রস্থ দর কষাকষি। এ বার বোনের রাশি মেনে রাখির উপহার দিন তাঁকে। মেষ- বোনের রাশি মেষ হলে তাঁকে লাল রঙের কোনও বস্তু, কাপড় বা ইলেকট্রনিক গ্যাজেট উপহার দিতে পারেন।বৃষ- সাদা বা গোলাপী কাপড়, পারফিউম, মুক্তোর অলঙ্কার বৃষ রাশির বোনকে উপহার দিতে পারেন।মিথুন- সবুজ রঙের বস্ত্র বা এই রঙের অন্। কোনও উপহার দেওয়া উচিত মিথুন রাশির বোনেদের।কর্কট- বোনের রাশি কর্কট হলে, তাঁকে সাদা রঙের ধাবমান ঘোড়ার ছবি বা সাদা রঙের বস্তু অথবা রুপো গয়না উপহার দিতে পারেন।সিংহ- জাফরান রঙের বস্ত্র, সোনার গয়না ইত্যাদি উপহার দেওয়া যেতে পারে সিংহ রাশির বোনকে।কন্যা- এই রাশি অনুযায়ী বোনকে সবুজ রঙের কাপড় উপহার দিন। এ ছাড়াও সবুজ রঙের অন্যান্য উপহার দিতে পারেন। তুলা- বোনের রাশি তুলা হলে তাঁকে সাদা, গোলাপী বস্ত্র, পারফিউম, মুক্তোর গয়না উপহার দিতে পারেন।বৃশ্চিক- এই রাশির বোনকে লাল রঙের বস্ত্র বা অন্য কোনও বস্তু উপহারে দিন।ধনু- হলুদ রঙের কাপড় বা এই রঙেরই অন্য কোনও উপহার দিতে পারেন ধনু রাশির বোনকে।মকর- বোনের রাশি মকর হলে তাঁকে কালো রঙের বস্ত্র উপহার দিতে পারেন।কুম্ভ- এই রাশির বোনকে নীল রঙের বস্তু উপহার দিতে পারেন।মীন- হলুদ রঙের উপহার কোনও বস্ত্র বা বস্তু উপহার দিন মীন রাশির বোনকে।