হিন্দুশাস্ত্রমতে মহাকুম্ভের আলাদা গুরুত্ব রয়েছে। আর সেই মহাকুম্ভই এবার আসতে চলেছে। আর কয়েকদিন পরই ২০২৫ সালের মহাকুম্ভ পালিত হবে। এদিকে, হাতে গোনা ক'দিন পর প্রায় একই সময়কালে রয়েছে ২০২৫ সালের প্রথম পূর্ণিমা। ২০২৫ সালের পৌষ পূর্ণিমার তিথি নিয়েও রয়েছে কৌতূহল। উল্লেখ্য, পূর্ণিমা তিথিতে যেকোনও কাজ করাকে শুভ বলে মনে করা হয়। ফলে সকলেই এই তিথির দিকে তাকিয়ে থাকেন। আর সেই তিথির কাছাকাছিই রয়েছে মহাকুম্ভ ঘিরে কিছু গুরুত্বপূর্ণ দিন। দেখা যাক, পূর্ণিমা তিথি ও মহাকুম্ভ ২০২৫র কিছু শুভ সময়।
২০২৫ পৌষ পূর্ণিমা কবে?
আসছে বছরের প্রথম পূর্ণিমা তিথি। ২০২৫ সালের প্রথম পূর্ণিমা হল, পৌষ পূর্ণিমা। আর তার তিথি শুরু হচ্ছে, ১৩ জানুয়ারি, ২০২৫ সোমবার। সেদিন সকাল ৫ টা ৩ মিনিটে শুরু হবে পূর্ণিমা তিথি। আর তিথি শেষ হবে ১৪ জানুয়ারি। সেদিন ৩টে ৫৬ মিনিটে শেষ হবে পূর্ণিমা তিথি। ফলে সোমবারে শুরু হওয়া এই তিথি শেষ হবে মঙ্গলবারে। পৌষ পূর্ণিমার ব্রত আর স্নান ও দানের পূণ্য সময় চলবে ১৩ জানুয়ারি, ২০২৫ এ।
পৌষ পূর্ণিমা থেকেই মহাকুম্ভের শুভ সূচনা:-
১৩ জানুয়ারিই প্রয়াগরাজে মহাকুম্ভের শুভ সূচনা হবে। ১৩ জানুয়ারি থেকে ২৫ ফেবব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ। উল্লেখ্য, মহাকুম্ভ প্রতি ১২ বছরে একবার আসে, আর পূর্ণ কুম্ভ আসে ১৪৪ বছরে। এবার মহাকুম্ভের সঙ্গে সঙ্গে রয়েছে পূর্ণ কুম্ভও।
( Chinmoy Krishna Bail denied issue :চিন্ময়কৃষ্ণের জামিন খারিজ ‘বিচারের উপহাস’, বলছেন বাংলাদেশে প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত)
( Pakistan Bangladesh Relation:মুক্তিযুদ্ধের দিন অতীত? ‘বাংলাদেশ আমাদের হারানো ভাই’, বলছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী-Report)
( Black Leopard Latest Update: মুখে শাবক! জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে দুর্লভ কালো লেপার্ড, বাংলার পড়শি রাজ্য ফেলে দিল হইচই)
মহাকুম্ভে পূণ্যস্নানের তিথি:-
পৌষ পূর্ণিমার দিন ১৩ জানুয়ারি, ২০২৫ সালে রয়েছে মহাকুম্ভের পূণ্যস্নানের তিথি। এরপর মকর সংক্রান্তি রয়েছে ১৪ জানুয়ারি, ২০২৫ সালে। মকর সংক্রান্তির দিন রয়েছে পূণ্য স্নানের সময়। মৌনী অমাবস্যা জানুয়ারি মাসের ২৯ তারিখ, ২০২৫ সালে হবে। সেদিন রয়েছে পূণ্য স্নানের তিথি। এরপর ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন পূণ্যস্নানের তিথি রয়েছে। মাঘী পূর্ণিমার দিন ১২ ফেবব্রুয়ারি রয়েছে কুম্ভের পূণ্যস্নানের দিন। মহা শিবরাত্রি রয়েছে ২৬ ফেব্রুয়ারি ২০২৫, সেদিনও পূণ্যস্নান তিথি রয়েছে।