Naihati Boro Maa Kali Puja 2023: কালীপুজোয় নৈহাটির বড়মার কাছে পুজো দেবেন? কতদিন দেওয়া যাবে? দেবেন না এই সব জিনিস Updated: 03 Nov 2023, 04:28 PM IST Ayan Das নৈহাটির বড়মা'র পুজো এবার ১০০ তম বর্ষে পদার্পণ করেছে। তাই এবার আরও বড় করে পুজোর পরিকল্পনা করা হয়েছে। সেই পরিস্থিতিতে নিশ্চয়ই অনেকেরই পুজো দেওয়ার পরিকল্পনা আছে। কবে বড়কালীর পুজো দেওয়া যাবে, কতক্ষণ দেওয়া যাবে, তা দেখে নিন -