Maha Kumbh Shahi Snan Date : মহাকুম্ভে অমৃত স্নানের তিথি কবে কবে? শেষ অমৃত স্নানের তিথি কবে পড়ছে জেনে নিন Updated: 22 Jan 2025, 12:46 PM IST Anamika Mitra Maha Kumbh Shahi Snan Date : ১৩ জানুয়ারি ২০২৫ থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হয়েছে। মহাকুম্ভে, দেশ-বিদেশ থেকে সাধু, ঋষি এবং ভক্তরা সঙ্গম স্নানের জন্য আসেন। কুম্ভে শেষ শাহী স্নান কবে তা জেনে নিন এখান থেকে।