বৈদিক জ্যোতিষশাস্ত্রে দৈত্যগুরু শুক্র হলেন বৈভব, ধন, ঐশ্বর্য, বিলাসিতার কারক। শুক্র গ্রহ হল, বৃষ রাশির স্বামীত্বের গ্রহ। স্বরাশিতে গোচর করে শুক্র কেন্দ্র ত্রিকোণ যোগ তৈরি করেছে। এই যোগ আসতে চলেছে এবার। কবে আসবে সেই কেন্দ্র ত্রিকোণ যোগ? তার আগে দেখে নেওয়া যাক, এই যোগের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন?
বৃষ
আপনার রাশিতে শুক্র গ্রহ লগ্নভাবে বিচরণ করছেন। যে যোজনার কথা ভেবেছেন, তা থেকে পাবেন লাভ। আপনার ব্যক্তিত্বে আসবে আলাদা উজ্জ্বলতা। দাম্পত্য জীবন ভালোর দিকে যাবে। জীবনসঙ্গীর উন্নতি হবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে। জীবনে সুখ সুবিধা বাড়বে। মান সম্মান ও পদোন্নতির সুযোগ আসবে।
( কানাডার মসনদে ট্রুডোর পার্টির কার্নি! শুভেচ্ছায় মোদী লিখলেন,'আপনার সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে…')
( পহেলগাঁওয়ের জঙ্গি হাশিম মুসা পাক সেনার প্রাক্তন প্যারা কমান্ডার? বিস্ফোরক দাবি রিপোর্টে)
সিংহ
শুক্র গ্রহ আপনার গোচর কুণ্ডলীতে কর্মস্থানে রয়েছে। আপনার চাকরিতে এই সময় তুমুল উন্নতি হবে। আপনার উন্নতির যোগ আসবে। এই সময় ব্যবসায়ীরা টাকা রোজগার করতে পারবেন। টাকার সঞ্চয়ও বাড়বে। ব্যবসায়ে কয়েক গুণ লাভ হবে। চাকরিরতদের মনের মতো জায়গায় ট্রান্সফার হবে। চাকরিরতদের মনের মতো প্রজেক্ট আসবে আর ব্যবসায়ীদের ঘরে আসবে মুনাফা। বাবার সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে।
( কানাডায় নিখোঁজের পর রহস্যমৃত্যু পঞ্জাবের AAP নেতার মেয়ের! কী ঘটেছে?)
( দেশের এই জগন্নাথ মন্দির দেয় বর্ষার আগাম আঁচ? কী দেখে মেলে রহস্যময় ইঙ্গিত! লোকমুখে ফেরে ঘটনার কথা)
কন্যা
কেন্দ্র ত্রিকোণ রাজযোগ লাভকারী হতে পারে। এই রাজযোগ, ভাগ্যের স্থানে আর বিদেশের স্থানে হতে চলেছে। এই সময় আপনার ভাগ্যোদয় হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে একচু রুচি বাড়বে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। ধার্মিক বা মাঙ্গলিক কাজ বাড়বে। চাকরি ব্যবসায় উন্নতি হবে। সব কাজে পাবেন লাভ।
কবে রয়েছে এই যোগ?
বলা হচ্ছে, শুক্রের রাশি মেষে এই যোগ তৈরি হবে জুন মাসে। আর সেই সময় ই একের পর এক রাশির জাতক জাতিকরা লাভের মুখ দেখতে চলেছেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )