Kalipuja 2024 Tithi: দীপান্বিতা কালীপুজো ২০২৪র অমাবস্যা কখন শুরু? শ্যামাপুজোর সময় কী? দেখে নিন তারিখ, তিথি
1 মিনিটে পড়ুন Updated: 30 Oct 2024, 03:56 PM IST২০২৪ সালে দীপান্বিতা কালীপুজোর অমাবস্যা তিথি কখন থেকে শুরু? দেখে নিন পঞ্জিকামত।
২০২৪ সালে দীপান্বিতা কালীপুজোর অমাবস্যা তিথি কখন থেকে শুরু? দেখে নিন পঞ্জিকামত।
কথিত রয়েছে, অসুরের অত্যাচারে যখন মর্ত্যবাসী ত্রাহি ত্রাসি রবে কাতর, তখনই আবির্ভূত হন দেবী কালিকা। দেবীর এই আবির্ভাবেরও এক কাহিনি রয়েছে। কথিত রয়েছে, অসুরদের অত্যাচারে স্বর্গবাসী দেবতারাও ত্রস্ত ছিলেন। সেই সময় কী ঘটেছিল? কীভাবে দেবী কালীর আবির্ভাব হল? সেই পৌরাণিক কাহিনি দেখে নেওয়া যাক। সঙ্গে জানা যাক, ২০২৪ সালে দীপান্বিতা কালীপুজোর অমাবস্যা তিথি কখন থেকে শুরু?
দীপান্বিতা কালীপুজোর অমাবস্যার তিথি
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, কালীপুজোর অমাবস্যা ১৪ কার্তিক শুরু হচ্ছে। দিনটি বৃহস্পতিবার ৩১ অক্টোবর। সেদিন দুপুর ৩ টে ৫৪ মিনিটে এই তিথি শুরু। শ্যামাপুজো হবে রাত ১০টা ৫৬ মিনিট গতে ১১টা ৪৪ মিনিটের মধ্যে। এরপর অমাবস্যা তিথি শেষ হবে ১৫ কার্তিক, শুক্রবার। দিনটি ১ নভেম্বর। সেদিন সন্ধ্যা ৬ টা ১৭ মিনিটে অমাবস্যা তিথি শেষ হবে।
গুপ্ত প্রেস পঞ্জিকামতে বৃহস্পতিবার ১৪ কার্তিক শুরু হবে অমাবস্যা। অর্থাৎ ৩১ অক্টোবর। সেদিন দুপুর ৩ টে ৭ মিনিট ৪৩ সেকেন্ডে শুরু হবে অমাবস্যা। অমাবস্যা শেষ হবে ১ নভেম্বর ১৫ কার্তিক শুক্রবার। সেদিন সন্ধ্যা ৫ টা ৮ মিনিট ৭ সেকেন্ডে অমাবস্যা শেষ হবে।
( Bhoot Chaturdashi 2024 Tithi: ভূত চতুর্দশী ২০২৪র তিথি কখন থেকে পড়ছে? রইল চোদ্দশাকের নামের লিস্ট)
( Bhaiphonta 2024: ভাইফোঁটা ২০২৪র ফোঁটা দেওয়ার শুভ সময় কখন শুরু? ‘যমের দুয়ারে কাঁটা’র ছড়া একনজরে)
( Dhanteras 2024: ধনতেরাস ২০২৪এ কেনাকাটা করতে যাচ্ছেন? দেখে নিন রাশি অনুযায়ী আপনার জন্য লাকি কোন জিনিস)
দেবী কালীর অবির্ভাব
দশমবহাবিদ্যার প্রথম দেবী কালী। তাঁকে মহামায়া, আদ্যাশক্তি রূপেও পুজো করা হয়। শোনা যায়, শুম্ভ নিশুম্ভের অত্যাচারে ত্রস্ত দেবরাজ ইন্দ্র একবার মহামায়া আদ্যাশক্তির আরাধনা করেন। দেবী তুষ্ট হন। তাঁর শরীরের কোষ থেকে সৃষ্টি হয় অন্য এক দেবীর, তিনি দেবী কৌশিকী। মহামায়ার দেহ থেকে নিঃসৃত দেবী কৌশিকী কৃষ্ণ বর্ণ ধারণ করেন, যা দেবী কালীর আদিরূপ। কথিত রয়েছে, অসুর প্রধান রক্তবীজ বধে যখন মা দুর্গা লড়ছেন, তখনই তাঁর ভ্রু যুগর থেকে জন্ম নেন মা কালী। এদিকে, রক্তবীজের রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম নেয় আরেক অসুর। এই পরিস্থিতিতে অসুরের শরীর থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হলেও, তা জিভ দিয়ে লেহন করতে থাকেন দেবী কালী। এভাবেই ধ্বংয় হয় রক্তবীজ। এমনই কাহিনি রয়েছে কথিত।