হিন্দুধর্মমতে দেশের নানান নদীগুলির মধ্যে গঙ্গার বিশেষ গুরুত্ব রয়েছে। এই গঙ্গা নদীকে ঘিরেই পালিত হয় গঙ্গাসপ্তমী। গঙ্গাসপ্তমী ২০২৫ কবে পড়ছে, তা নিয়ে রয়েছে জল্পনা। অনেকের মনেই রয়েছে কৌতূহল। গঙ্গা সপ্তমীর দিনে অনেকেই পবিত্র গঙ্গায় স্নানপর্ব সেরে পুজো করে থাকেন। বৈশাখের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে পালিত হয় গঙ্গাসপ্তমী। চলতি বছরে তা শনিবার, ৩ মে, ২০২৫ পড়ছে। দেখা যাক, চলতি বছরে গঙ্গাসপ্তমী কখন থেকে পড়ছে।
গঙ্গা সপ্তমী ২০২৫ তিথি:-
বৈশাখের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে গঙ্গা সপ্তমীর তিথি ৩ মে শুরু হচ্ছে। সেদিন সকাল ৭ টা ৫১ মিনিটে এই তিথি শুরু হচ্ছে। আর তিথি শেষ হবে ৪ মে সকাল ৭ টা ১৮ মিনিটে। শাস্ত্রমতে গঙ্গা পুজো হবে ৩ মে, ২০২৫ সালে।
( উঠল ভারত প্রসঙ্গ, ‘চিন্ময়ের জামিনও কি চাপে?.. ইন্টেরিম সাবধান!’ ইউনুসদের হুঁশিয়ারি হাসনাতের)
( পড়াশোনায় সাফল্য এসে যায় এই ৭ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে? কী বলছে জ্যোতিষমত!)
( ভিজিনজাম সমুদ্র বন্দরের উদ্বোধন আজই! কী কী সুবিধা পাবে ভারত? এই ‘ল্যান্ডমার্ক’ প্রজেক্টে খরচ কত?)
গঙ্গা সপ্তমী কেন পালিত হয়:-
মনে করা হয়, গঙ্গা সপ্তমীর দিন দেবীগঙ্গা মর্ত্যে অবতীর্ণ হন। এই শুভ তিথিতে ধরে রেখে, অনেকেই সেই দিন শুভ সময়ে দেবী গঙ্গার পুজো করেন। গঙ্গাস্নান প্রব সেরে সেদিন দেবী গঙ্গার উদ্দেশে পুজো সম্পন্ন করেন। এদিকে, ২০২৫ সালে গঙ্গা সপ্তমীর দিন কিছু দুর্লভ যোগ তৈরি হচ্ছে। দেখা যাক, কোন কোন দুর্লভ যোগ গঙ্গা সপ্তমীতে তৈরি হচ্ছে।