বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আর হাতে গোনা ঠিক ৫ দিন পরই আসছে গজকেশরী যোগ। যার প্রভাব ১২ রাশিতে পড়তে আরম্ভ করবে। নবগ্রহের মধ্যে চন্দ্র এমন এক রাশি যা সবচেয়ে বেশি দ্রুত চলে। আগামী ২৪ মার্চ চন্দ্র, মকর রাশিতে প্রবেশ করতে চলেছেন। যেখানে বৃষ রাশিতে উপস্থিত বৃহস্পতির দৃষ্টি পড়বে। তার ফলেই তৈরি হবে গজকেশরী যোগ। এর ফলে কোন কোন রাশি লাভ পাবে, কাদের ভাগ্যে উন্নতি রয়েছে দেখা যাক জ্যোতিষমতে। ২৪ মার্চ এই যোগ কখন শুরু দেখে নিন।
মকর
গজকেশরী রাজযোগে মকর রাশির বিপুল লাভ হতে চলেছে। জাতক জাতিকাদের এই যোগ অপার সাফল্য এনে দেবে। দেবগুরুর দৃষ্টি আপনাদের লগ্নভাবে পড়ার ফলে বিপুল লাভ হতে পারে। দীর্ঘদিন ধরে জীবনে যে সমস্যা চলছে, তাতে এবার পড়বে ইতি। জীবনে চলা চিন্তা বেশ কিছুটা কমতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও ঝামেলা হলে, তা এবার ঠিক হতে পারে। ব্যবসায় আপনি কোনও পার্টনারের খোঁজ করলে তা থেকে পাবেন সাফল্য। সব দিক থেকে আপনার উন্নতি বাঁধা। সন্তানের বিবাহের জন্য ভালো সম্মন্ধ আসতে পারে। বাবার সহযোগিতা পাবেন সব দিক থেকে। আপনি আপনার লক্ষ্য প্রাপ্তিতে সফল হবেন।
মেষ
জীবনে নানান ধরনের আনন্দ আসতে পারে। কেরিয়ারের দিক থেকে বহু ধরনের লাভ পেতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকতে পারে। জীবনে নানান খুশি আনন্দ আসতে পারে। কোনও কাজ এই সময় আরম্ভ করতে চাইলে তা করতে পারেন। পেতে পারেন খুব লাভ। বিদেশের সঙ্গে যে জাতক জাতিকার যোগ রয়েছে, তারা পেতে পারেন লাভ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব লাভ পেতে পারেন। আটকে থাকা কাজ ফের শুরু হতে পারে।
কন্যা
গজকেশরী রাজযোগ খুবই অনুকূল প্রমাণিত হতে পারে। সন্তানের দিক থেকে আপনি পেতে পারেন নানান রকমের খুশি আনন্দ। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। দীর্ঘ দিন ধরে যে ঝুট ঝামেলার মুখে আপনি পড়েছেন, তা থেকে পেতে পারেন মুক্তি। জমি, গাড়ি, কেনার ইচ্ছা থাকলে এই সময় থেকেই তা পূর্ণ হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।
কবে রয়েছে এই গজকেশরী যোগ?
বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে ২৪ মার্চ, চন্দ্র সকাল ১০ টা ২৪ মিনিটে মকর রাশিতে প্রবেশ করে যাবেন। ২৬ মার্চ দুপুর ৩ টে ১৪ মিনিট পর্যন্ত সেখানেই থাকবেন চন্দ্র। এরফলে ২৬ মার্চ পর্যন্ত তৈরি হবে গজকেশরী যোগ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)