Feng Shui Tips: তৃতীয় ব্যক্তিকে নিয়ে অশান্তি? সঙ্গীর মনের সব সন্দেহ দূর করবে এই ফেং শুই প্রতিকার Updated: 07 Aug 2025, 02:00 PM IST Sanket Dhar Feng Shui Tips For Doubt Issue: বাস্তুশাস্ত্রের মতো, ফেং শুইও সুখ, সমৃদ্ধি এবং শান্তি আনতে জিনিসপত্র সঠিক স্থানে রাখার পরামর্শ দেয়। ফেং শুই কাছিম একটি শক্তিশালী প্রতীক, যা নেতিবাচকতা দূর করে এবং সম্পদ, সম্পর্ক এবং শিক্ষায় সুবিধা দেয়।