
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
সাদা মিষ্টি বা ক্ষীরে তুলসী পাতা দিয়ে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করুন। এর মাধ্যমে আপনার সমস্ত আর্থিক সমস্যা শীঘ্রই সমাধান হয়ে যাবে।
জন্মাষ্টমীর দিন দক্ষিণাবর্তি শঙ্খ জলে ভগবান শ্রীকৃষ্ণের জলাভিষেক করুন। এর ফলে অক্ষয় সম্পদ পাওয়া যায়।
ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর মন্দিরে যান এবং তুলসীর মালা দিয়ে নিম্নলিখিত মন্ত্রের ১১বার জপ করুন। জপের পর হলুদ বস্ত্র ও তুলসী পাতা ভগবানকে অর্পণ করুন।
ক্লীম কৃষ্ণায় বাসুদেবায় হরিঃ পরমাত্মনে প্রাণথা ক্লেশানশায় গোবিন্দায় নমো নমঃ।
জন্মাষ্টমীর দিন শ্মশানের কুয়া থেকে জল এনে একটি অশ্ব্থ্থ গাছে অর্পণ করুন। জন্মাষ্টমী থেকে শুরু করে টানা ছয় শনিবার এই প্রতিকার করুন। এর দ্বারা অনেক বড় ঋণও শীঘ্র পরিশোধ হবে।
জন্মাষ্টমীর দিন থেকে শুরু করে টানা সাতাশ দিন মন্দিরে নারকেল, বাদাম নিবেদন করুন। অসাধ্য কাজটিও নিশ্চিতভাবে সম্পন্ন হবে।
জন্মাষ্টমীর রাত ১২ টায় যদি ভগবান শ্রীকৃষ্ণকে জাফরান মিশ্রিত দুধে অভিষেক করা হয় তবে জীবনে কখনও অর্থের অভাব হয় না।
জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করার সময় তাঁর পায়ের কাছে কিছু টাকা রাখুন। পুজোর পর এই টাকাগুলি আপনার পার্সে রাখুন। পকেট কখনই খালি হবে না।
যারা পূজা ও উপবাস করেন তাদের দিনের বেলা খাবার গ্রহণ করা উচিত নয়। আর কৃষ্ণের জন্মের পরই উপবাস ভঙ্গ করুন। এই দিনে উপবাসকারী ভক্তদের কৃষ্ণ জন্মের পর স্নান করেই উপবাস ভাঙতে হবে।
৳7,777 IPL 2025 Sports Bonus