২ টি লক্ষ্মীযোগ তৈরির ফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে তার প্রভাব পড়বে। দেখা যাক, এই দুই যোগে লাকি কারা।
আসছে জোড়া লক্ষ্মীযোগ।
জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের সেনাপতি মঙ্গল বেশ প্রভাবশালী হন। নবগ্রহের মধ্যে মঙ্গলের বেশ কিছুটা শুভ প্রভাব থাকে। আত্মবিশ্বাস, সাহস, উদ্দীপনা সহ একাধিক বিষয়ের কারক হলেন মঙ্গল। এবার মঙ্গল নিজের নিচ রাশি কর্কটে থেকে ধনলক্ষ্মী রাজযোগের নির্মাণ করবে। এছাড়াও কর্কট রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে মঙ্গল তৈরি করবেন ধনলক্ষ্মী রাজযোগ। ২ টি লক্ষ্মীযোগ তৈরির ফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে তার প্রভাব পড়বে। দেখা যাক, এই দুই যোগে লাকি কারা।
মেষ
এই রাশিতে চতুর্থভাবে রয়েছেন মঙ্গল। এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন। এঁদের আকস্মিক ধনলাভের যোগও তৈরি হবে। এই সময় মা লক্ষ্মীর কৃপায় সম্পত্তি লাভের একটি যোগ তৈরি হতে পারে। পরিবারে দীর্ঘদিন ধরে কোনও সমস্যা থাকলে তা কেটে যাবে এবার। এই সময়ে গাড়ি কেনা খুবই শুভ। বৈবাহিক জীবনে নানান খুশি, আনন্দ আসতে পারে। এর সঙ্গেই মঙ্গলের কৃপায় আত্মবিশ্বাস দ্রুত বাড়বে।