বছর শেষ হতে আরও ৪ মাস বাকি। জ্যোতিষ অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত কয়েকটি রাশির উপর শনি ও মঙ্গলের বিশেষ আশীর্বাদ থাকবে। শনি ও মঙ্গলের আশীর্বাদ ব্যক্তির ভাগ্যোন্নতি ঘটায়। জ্যোতিষে মঙ্গলকে শক্তি, ভাই, ভূমি, সাহস, পরাক্রম, শৌর্য, গতিশীলতার ও জীবনশক্তির সঙ্গে যুক্ত করে দেখা হয়। সমস্ত গ্রহের সেনাপতি মঙ্গল। অন্য দিকে শনিতে জ্যোতিষে পাপী ও নিষ্ঠুর গ্রহ বলা হয়ে থাকে। শনির অশুভ প্রভাবে ব্যক্তি জীবনে নানান সমস্যার মুখোমুখি হন। তবে শুভ শনি নানান সুখ-সৌভাগ্য প্রদান করেন। ডিসেম্বর মাস পর্যন্ত কোন কোন রাশির উপর শনি ও মঙ্গলের শুভ দৃষ্টি থাকবে, জেনে নিন—বৃশ্চিক২০২১-র শেষ পর্যন্ত এই রাশির উপর শনি ও মঙ্গেলর বিশেষ আশীর্বাদ থাকবে।এই সময় বৃশ্চিক জাতকের জন্য কোনও আশীর্বাদের চেয়ে কম নয়।চাকরি ও ব্যবসার জন্য সময় শুভ।মান-সম্মান পাবেন।দাম্পত্য জীবন সুখে কাটবে।কাজে সাফল্য লাভ করবেন।শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িতদের জন্য সময় শুভ।শত্রুদের পরাজিত করবেন।ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করবেন।স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।মীনবছরের শেষ পর্যন্ত এই রাশির জাতকদের জন্য সময় শুভ।শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িতদের জন্য সময় খুব ভালো।আর্থিক লাভের যোগ রয়েছে।কর্মক্ষেত্রে প্রশংসা লাভ করেবন।স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।চাকরি ও ব্যবসায় লাভ হবে।নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারে।