আজ থেকে শুরু হল চৈত্র নবরাত্রি। আগামী ৮ এপ্রিল (শুক্রবার) অন্নপূর্ণা বা বাসন্তী পুজোর সপ্তমী। তারপর আগামী ১১ এপ্রিল চৈত্র নবরাত্রি শেষ হবে। চৈত্র নবরাত্রির ন'দিন কয়েকটি রাশির জাতকদের জন্য খুবই ভালো হতে চলেছে। কাদের কাদের সময় ভালো কাটবে, তা দেখে নিন একনজরে -মেষ- মেষ রাশির জাতকদের জন্য এই সময়টা শুভ থাকবে। এই সময় বিভিন্ন কাজে সাফল্য লাভ করবেন। পরিশ্রমের দাম পাবেন। কর্মস্থলে নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। যাত্রার যোগ তৈরি হবে।বৃষ- বৃষ রাশির জাতকদের জীবন আনন্দে পরিপূর্ণ হবে। এই সময় জীবনের সকল ক্ষেত্রে সাফল্য লাভের আশা করতে পারেন। আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হবে। তার ফলে আগের থেকে আর্থিক অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা আছে। অফিসে কর্মীদের সঙ্গে সম্পর্কে ভালো হবে।কর্কট- কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টা শুভ কাটবে। এই সময় আপনার হাতে টাকা আসবে। আর্থিক অবস্থা দারুণ হয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা ভালো কাটবে।সিংহ- এই সময় সিংহ রাশির জাতকরা কোনও সুখবর পেতে পারেন। আচমকা অর্থ লাভের যোগ তৈরি হবে। যাত্রার কারণে লাভবান হতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। দীর্ঘদিন ধরে ভুগছেন, এমন রোগ থেকে মুক্তি মিলবে।কন্যা- এই ন'দিন কন্যা রাশির জাতকদের সময় অত্যন্ত ভালো কাটবে। এই সময় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। অর্থ উপার্জনের নয়া দিগন্ত উন্মোচিত হবে। স্বাস্থ্য ভালো থাকবে। এই সময় সুখবর পেতে পারেন।তুলা- তুলা রাশির জাতকদের জন্যও ওই ন'দিন অত্যন্ত শুভ কাটবে। এই সময় আর্থিক সাফল্য লাভ করবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। মন প্রসন্ন থাকবে। জীবনে আনন্দের অভাব হবে না।