New year remedies: নতুন বছরে শ্রী হনুমানের এমন ছবি নিয়ে আসুন ঘরে, সব দুঃখ দূর হবে, সাফল্য পাবেন
Updated: 28 Dec 2022, 09:01 AM IST Suman Roy 28 Dec 2022 Weekly Horoscope, Scorpio, hanuman chalisa, New year remedies, Zodiac Signs, daily Horoscope, সাপ্তাহিক রাশিফল, কন্যা রাশি, হরোস্কোপ টুডে বাঙ্গালী, এ সপ্তাহের রাশিফলNew year remedies: কলি যুগের সব চেয়ে জাগ্রত দেবতা হলেন রাম ভক্ত শ্রী হনুমান। নতুন বছরে কী উপায়ে সহজে তার আশীর্বাদ পাওয়া যাবে, জেনে নিন এখান থেকে।
এটা বিশ্বাস করা হয় যে রাম ভক্ত শ্রী হনুমান কলিযুগের সবচেয়ে প্রভাবশালী দেবতা। তাঁর নাম জপে ভক্তের সমস্ত কাজ সিদ্ধ হয়। ভগবান শ্রী রামের প্রতি তাঁর অগাধ ভক্তির কারণে শ্রী হনুমান অষ্টসিদ্ধি ও নবনিধির বর পেয়েছেন। শ্রী হনুমান এর পূজা করলে সুখ, শান্তি, স্বাস্থ্য ও উপকার হয়। নেতিবাচক শক্তি দূর করতে, বাস্তু দোষ দূর করতে এবং ঘরে সুখ-শান্তি আনতে শ্রী হনুমান এর ছবি লাগানো খুবই উপকারী।
পরবর্তী ফটো গ্যালারি